ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

আমার মেয়ে চায়, তার মায়ের জীবনে কেউ আসুক: বাঁধন

প্রকাশিত: ১৬:২৪, ২৯ অক্টোবর ২০২৪   আপডেট: ১৬:৩৩, ২৯ অক্টোবর ২০২৪
আমার মেয়ে চায়, তার মায়ের জীবনে কেউ আসুক: বাঁধন

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন নাটক-সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। বাঁধন একজন দন্ত্য চিকিৎসকও। এরই মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বাঁধন।

সোমবার (২৮ অক্টোবর) ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। জীবনের বিশেষ দিনটি বাসায় নিজের পরিবারের সঙ্গেই কাটিয়েছেন বাঁধন। তবে মায়ের জন্মদিনে একটি বিশেষ আবদার করেছেন অভিনেত্রীর মেয়ে।

এ বিষয়ে গণমাধ্যমে আজমেরী হক বাঁধন বলেন, ‘আমার একমাত্র মেয়ে চায়, তার মায়ের জীবনে কেউ আসুক, মা সুন্দর করে জীবনযাপন করুক। মেয়ে বড় হচ্ছে। আমাকে অনেক কাছ থেকে দেখে, ভালোবাসে। আমিও তাকে ভীষণ ভালোবাসি।’

আরো পড়ুন:

মেয়ের আবদার বাঁধন আদৌ পূরণ করবেন কি না? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসলে অতীতে এত ভয় পেয়েছি, আমার ওপর দিয়ে এত ট্রমা গেছে যে, এখনো ভয় কাটেনি। আমার মতো করে যে আমাকে বুঝবে, ভবিষ্যতে সে-ই আমার পথচলার সঙ্গী হবে।’

‘অনেক বেশি ফোকাস আমি। সবকিছু ভালোর দিকেই যাচ্ছে। জীবন বেশ সুন্দর। জীবন মানেই কর্মময় এবং অনেক কিছু।’ বলেন বাঁধন।

জানা গেছে, আগামী মাসে শুটিংয়ে ফিরবেন বাঁধন। সানী সানোয়ার পরিচালিত ‘এষা মার্ডার’ সিনেমার কিছু দৃশ্যের কাজ এখনো বাকি। এই সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে বাঁধনকে।

এ ছাড়া ‘মাস্টার’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন বাঁধন। এটি নির্মাণ করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়