ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

বানরের জন্য ১ কোটি ৪২ লাখ টাকা দিলেন অক্ষয়

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ২৯ অক্টোবর ২০২৪  
বানরের জন্য ১ কোটি ৪২ লাখ টাকা দিলেন অক্ষয়

বানরের খাবারের জন্য ১ কোটি রুপি দান করলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তার দেওয়া এ অর্থ ব্যয় হবে ভারতের অযোধ্যার বানরের দৈনন্দিন খাবারের জন্য। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, জগৎগুরু স্বামী রাঘবাচার্যের দিক নির্দেশনায় পরিচালিত হয়ে থাকে অঞ্জনেয়া সেবা ট্রাস্ট। প্রতিষ্ঠানটি অযোধ্যার বানরদের খাওয়ানোর মহৎ পরিকল্পনা হাতে নিয়েছে। সাহায্যের জন্য অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে যোগাযোগ করেন ট্রাস্ট কর্তৃপক্ষ। এ প্রস্তাব পাওয়ার পর বিনাবাক্যে অর্থ সহায়তার সম্মতি দেন অক্ষয়। বানরদের দৈনিক খাওয়ানোর জন্য ১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৪২ লাখ ১৩ হাজার টাকার বেশি) দান করেছেন ‘খিলাড়ি’খ্যাত এই নায়ক।

অঞ্জনেয়া সেবা ট্রাস্টের ট্রাস্টি প্রিয়া গুপ্তা বলেন, ‘আমি জানি, অক্ষয় কুমার খুবই দয়ালু মানুষ। তার ক্রু সদস্য ও সহশিল্পীরা তার কাছে পরিবারের মতো। অক্ষয়ের বাবা হরি ওম, মা অরুণা ভাটিয়া এবং শ্বশুর রাজেশ খান্নার নামে এই অনুদান উৎসর্গ করেছেন তিনি।’

আরো পড়ুন:

রাবণের বিরুদ্ধে রামের জয়ের নেপথ্যে অযোধ্যার বানরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই বানরদের পবিত্র প্রাণী বলে বিশ্বাস করে রাম ভক্তরা। কিন্তু বানরগুলো খাদ্য সংকটে ভুগছে। তাই এই উদ্যোগ নিয়েছে সংগঠনটি। আর তাদের সঙ্গে যুক্ত হলেন অক্ষয় কুমার।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়