ভিডিও ভাইরাল, বিবাহবিচ্ছেদ নিয়ে কী বলেছিলেন ঐশ্বরিয়া?
ভালোবেসে ঘর বেঁধেছেন বলিউড তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। বিয়ের পর বহুবার তাদের সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়েছে।
গত কয়েক মাস ধরে জোর গুঞ্জন উড়ছে, বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ঐশ্বরিয়ার। বিশেষ করে শাশুড়ি জয়া ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে তার তিক্ততা তৈরি হয়েছে। যার ফলে শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে থাকছেন এই অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমগুলোও নিত্যনতুন তথ্য দিয়ে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ করছে। তারপরও টু-শব্দ করেননি, বরং মুখে কুলুপ এঁটে বসে আছেন এই দম্পতি। এরই মাঝে পুরোনো একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, যাতে বিচ্ছেদ নিয়ে কথা বলতে দেখা যায় ঐশ্বরিয়াকে।
মার্কিন অভিনেত্রী অপরাহ উইনফ্রে একই নামে একটি টক শো সঞ্চালনা করেন। ২০০৯ সালে এতে অতিথি হিসেবে উপস্থিত হন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। বিয়ের সময়ে অনেকগুলো রীতি-নীতি পালন করেন এ দম্পতি।
অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ের সেই সব রীতি-নীতি পালনের কথা স্মরণ করে অপরাহ জানতে চান, এরপর আপনাদের বিবাহবিচ্ছেদ হওয়া কঠিন হবে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে চিৎকার করে ঐশ্বরিয়া বলেছিলেন, ‘এমনটা ঘটার সম্ভাবনার কথাও ভাবি না। এমনকি আমরা চিন্তা করার চেষ্টাও করি না। আমরা পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’
এরপর সঞ্চালক জানতে চান, বিয়ের পর কি পরিবারের সঙ্গে থাকবেন? এটা কীভাবে কাজ করে? এ প্রশ্ন শুনে অভিষেকের উত্তরের অপেক্ষা করেন ঐশ্বরিয়া। কিন্তু অভিষেক প্রশ্নের উত্তর না দিয়ে সঞ্চালককে উল্টা প্রশ্ন করেন— আপনি কি আপনার পরিবারের সঙ্গে থাকেন? সেটা কীভাবে কাজ করে?
অভিষেক বচ্চনের এমন জবাবের তারিফ করেন তার ভক্ত-অনুরাগীরা। এমনকি স্বামীর বুদ্ধিমত্তায় মুগ্ধ হতে দেখা যায় ঐশ্বরিয়াকে। পরে সঞ্চালকের প্রশ্নের উত্তরে ঐশ্বরিয়া রাই বচ্চন বলেছিলেন, ‘এটি (পরিবারের সঙ্গে বসবাস করা) সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার এবং আমাদের জন্য এটাই স্বাভাবিক।’
২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করে সংসার জীবন শুরু করেন অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১ সালের ১৬ নভেম্বর এই দম্পতির ঘর আলো করে জন্ম নেয় কন্যা আরাধ্য।
তথ্যসূত্র: পিঙ্কভিলা
ঢাকা/শান্ত