ঢাকা     বুধবার   ৩০ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৪ ১৪৩১

শর্ত দিয়ে সালমানকে প্রাণনাশের হুমকি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ৩০ অক্টোবর ২০২৪   আপডেট: ১১:২৮, ৩০ অক্টোবর ২০২৪
শর্ত দিয়ে সালমানকে প্রাণনাশের হুমকি

গতকাল আবারো প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলিউড অভিনেতা সালমান খানকে। মুম্বাই ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুমে পাঠানো এক বার্তায় সালমানকে হত্যার হুমকি দেওয়া হয়।

দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, অজ্ঞাত ব্যক্তির পাঠানো মেসেজে বলা হয়েছে, সালমান খান ২ কোটি রুপি না দিলে তাকে হত্যা করা হবে। হুমকিদাতার পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। 

মুম্বাইয়ের ওরলি থানায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ইন্ডিয়ান পেনাল কোড ৩৫৪ (২), ৩০৮ (৪) ধারায় মামলা নথিভুক্ত হওয়ার তথ্য এ প্রতিবেদনে জানানো হয়েছে।

আরো পড়ুন:

গত শুক্রবার সালমান খানকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে পুলিশ শনাক্ত করে হুমকিদাতা যুবকের নাম মো. তায়ুব। গতকাল নদীয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার পরের দিনই নতুন করে প্রাণনাশের হুমকি পেলেন সালমান খান।   

কয়েক দিন আগে গুলি করে হত্যা করা হয় ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা বাবা সিদ্দিককে। এ হত্যার দায় নিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল।

এই লরেন্স বিষ্ণোই সালমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছেন। কেবল তাই নয়, তার বাড়ি লক্ষ্য করে গুলিও ছুঁড়েছে। ফলে জীবনের নিরাপত্তা নিয়ে কঠিন সময় পার করছেন সালমান খান ও তার পরিবার।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়