ঢাকা     বুধবার   ৩০ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৪ ১৪৩১

ঘটা করে ষাটে পা দেবেন শাহরুখ!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ৩০ অক্টোবর ২০২৪   আপডেট: ১৮:৩৭, ৩০ অক্টোবর ২০২৪
ঘটা করে ষাটে পা দেবেন শাহরুখ!

আগামী ২ নভেম্বর ৬০ বছরে পা দেবেন বলিউড বাদশা শাহরুখ খান। সাধারণত, প্রিয় অভিনেতার জন্মদিনের কয়েক দিন আগে থেকেই তার মান্নাতের বাড়ির সামনে ভিড় করতে দেখা যায় ভক্ত-অনুরাগীদের। এবারো তার ব্যত্যয় ঘটার কথা নয়। নতুন খবর হলো, জন্মদিন উপলক্ষে বড় পার্টির আয়োজন করবেন এই তারকা।

শাহরুখ খানের পরিবারের ঘনিষ্ঠ একজন ইন্ডিয়া টুডেকে বলেন, ‘পরিবারের সদস্য ছাড়াও ফিল্ম ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে এবারের জন্মদিন উদযাপন করার পরিকল্পনা করেছে খান পরিবার। শাহরুখ খান ও তার স্ত্রী গৌরি খানের টিমের সদস্যরা ৫৯তম জন্মদিন উদযাপনের নিমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন। ২৫০ অতিথিকে নিমন্ত্রণ জানানো হয়েছে। তারা মূলত, বড় উৎসবের আয়োজন করছেন।’

মাঝে কয়েক বছর ঘটা করে জন্মদিন উদযাপন করেননি শাহরুখ খান। তবে এবারের পার্টির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি শাহরুখ কিংবা তার স্ত্রী গৌরি।

আরো পড়ুন:

১৯৬৫ সালে ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। তার শৈশবের প্রথম পাঁচ বছর কেটেছে ম্যাঙ্গালুরুতে। শাহরুখের দাদা ইফতিখার আহমেদ স্থানীয় পোর্টের প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন। যার কারণে সেখানে বসবাস করেন তারা। শাহরুখের বাবার নাম তাজ মোহাম্মদ খান, মা লতিফ ফাতিমা।

দিল্লির হংসরাজ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন শাহরুখ খান। তারপর জামিয়া মিলিয়া ইসলামিয়াতে গণযোগাযোগ বিষয়ে মাস্টার্সে ভর্তি হন। কিন্তু অভিনয় জীবন শুরু করার কারণে পড়াশোনা ছেড়ে দেন তিনি। তবে বলিউডে ক্যারিয়ার শুরুর দিকে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা-তে ভর্তি হন এই শিল্পী।

১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শাহরুখ খান। রোমান্টিক ঘরানার এ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি। সিনেমাটিতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন শাহরুখ।

একই বছর ‘চমৎকার’, ‘দিল আসনা হে’ ও ‘রাজু বান গেয়া জেন্টলম্যান’ সিনেমায় অভিনয় করেন শাহরুখ। তার পরের বছর ‘ডর’ ও ‘বাজিগর’ সিনেমায় অভিনয় করে নিজের জাত চেনান শাহরুখ। তার অভিনয়ের জাদুতে মুগ্ধ হন কোটি ভক্ত; পৌঁছে যান সাফল্যের চূড়ায়। তার অভিনয়ের খ্যাতি আরো বাড়তে থাকে যশরাজ ফিল্মসের সিনেমায় ধারাবাহিকভাবে অভিনয় করে। একের পর এক হিট সিনেমা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করেন শাহরুখ। যদিও তার এই সফলতার জার্নির গল্প মোটেও সহজ ছিল। আর সে গল্প সবারই জানা।

অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সম্মাননা পেয়েছেন শাহরুখ খান। তার মধ্যে মোট পনেরোবার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছেন তিনি। এর মধ্যে আটবার সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন তিনি। হিন্দি সিনেমায় বিশেষ অবদানের জন্য ২০০২ সালে তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন মোট পাঁচবার।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়