ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

৪ মাস পর কারামুক্ত অভিনেতা দর্শন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ৩১ অক্টোবর ২০২৪   আপডেট: ১১:৩০, ৩১ অক্টোবর ২০২৪
৪ মাস পর কারামুক্ত অভিনেতা দর্শন

হত্যা মামলায় চার মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন কন্নড় সিনেমার অভিনেতা দর্শন থুগুদীপা। বুধবার (৩০ অক্টোবর) শুনানি শেষে দর্শনের জামিন মঞ্জুর করেন কর্নাটক হাই কোর্ট। জামিন মঞ্জুরের এক ঘণ্টা পরই জেল থেকে মুক্তি পান এই অভিনেতা। দ্য ফ্রি প্রেস জার্নাল এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল সকালে বিচারপতি বিশ্বজিতের বেঞ্চ দর্শনের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। এদিন সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর কারামুক্ত হন দর্শন। এ অভিনেতাকে দুই লাখ রুপির বন্ড দিতে হয়েছে। পাশাপাশি দর্শনের পাসপোর্ট জমা নিয়েছেন আদালত। মূলত, দর্শনের একটি অস্ত্রোপচার প্রয়োজন, চিকিৎসাপত্র যাচাইবাছাই করে তার জামিন দেন আদালত।

চিত্রদুর্গার বাসিন্দা রেণুকা স্বামীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয় অভিনেতা দর্শনকে। গত জুন মাসের শুরুতে রেণুকার মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে ধারণা করা হয়েছিল, আত্মহত্যা করেছেন রেণুকা। কিন্তু পরে খুনের অভিযোগ ওঠে। ৯ জুন থানায় মামলা দায়ের করা হয়। এরপরই এই ঘটনার সঙ্গে দর্শনের নাম জড়ায়। অভিযোগ রয়েছে, দক্ষিণী সিনেমার অভিনেত্রী পবিত্রা গৌড়াকে অশ্লীল মেসেজ পাঠিয়েছিলেন রেণুকা। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন দর্শন। তাতে মারা যান রেণুকা।

আরো পড়ুন:

ব্যক্তিগত জীবনে বিবাহবর্হিভূত সম্পর্কে জড়িয়ে একাধিকবার বিতর্কের মুখে পড়েছেন দর্শন। চলতি বছরের শুরুতে অভিযোগ উঠেছিল, অভিনেত্রী পবিত্রা গৌড়ার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন দর্শন। আর এ খবর জানার পর ভীষণভাবে চটেছিলেন দর্শনের স্ত্রী বিজয়লক্ষ্মী।

১৯৯৭ সালে রুপালি পর্দায় অভিষেক ঘটে দর্শন থুগুদীপার। ২০০১ সালে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘ম্যাজেস্টিক’, ‘কারিয়া’, ‘গাজা’, ‘সারথি’ প্রভৃতি। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়