ঢাকা     বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৬ ১৪৩১

৯০ হাজার জনকে ব্লক করেছেন ডলি সায়ন্তনী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ৩১ অক্টোবর ২০২৪   আপডেট: ১৮:০৪, ৩১ অক্টোবর ২০২৪
৯০ হাজার জনকে ব্লক করেছেন ডলি সায়ন্তনী

আজেবাজে মেসেজ পাঠানোর দায়ে প্রায় ৯০ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারীকে ব্লক করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী।

‘রং চটা জিন্সের প্যান্ট পরা’খ্যাত গায়িকা ডলি সায়ন্তনী ফেসবুকে দারুণ সরব। কয়েক দিন আগে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে এসব তথ্য জানান এই গায়িকা।

বিস্তারিত জানিয়ে ডলি সায়ন্তনী লেখেন, ‘আমি এই পর্যন্ত ৯0 হাজার ৮৭০ জনকে ব্লক মেরেছি। যারা আমার পেজ দেখতে চান না তারা দেখবেন না, প্লিজ। আর কেউ যদি উল্টাপাল্টা মেসেজ করেন তো ব্লক খাবেন।’

আরো পড়ুন:

ডলি সায়ন্তনী এ পোস্ট দেওয়ার পর তাকে সমর্থন জানিয়ে ১২ শ মন্তব্য করেছেন তার ভক্ত-অনুরাগীরা। অনেকে মন্তব্য করে প্রিয় গায়িকাকে তাদের ভালো লাগার কথাও প্রকাশ করেছেন। কোনো কোনো ভক্তের প্রশ্নের জবাবও দিয়েছেন এই শিল্পী।

১৯৯০ সালে নবম শ্রেণিতে পড়াকালীন প্রকাশিত হয় ডলি সায়ন্তনীর একক অ্যালবাম ‘হে যুবক’। এখন পর্যন্ত ১৫টি একক এবং শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবামে সাতশ’র বেশি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তা ছাড়া ৭০০টির বেশি বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন এই শিল্পী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়