ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

মেয়ের নাম ‘দুয়া’ রাখার কারণ জানালেন দীপিকা-রণবীর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ২ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:২১, ২ নভেম্বর ২০২৪
মেয়ের নাম ‘দুয়া’ রাখার কারণ জানালেন দীপিকা-রণবীর

চলতি বছরের ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের বাবা মা হয়েছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। বলিউড এই তারকা দম্পতির কন্যাসন্তানের নাম জানার জন্য অধীর আগ্রহে রয়েছেন তাদের অনুরাগীরা। মেয়ের মুখ কাউকে দেখতে দেয়নি এই দম্পতি। তবে ১ নভেম্বর মেয়ের নাম প্রকাশ করেছেন তারা, সঙ্গে জুড়ে দিয়েছেন মেয়ের পায়ের ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে দীপিকা লিখেছেন, ‘মেয়ের নাম দুয়া। যার অর্থ প্রার্থনা। ও আমাদের সব প্রার্থনার উত্তর। আমাদের হৃদয় ভালোবাসা আর কৃতজ্ঞতায় ভরে উঠেছে। দীপিকা ও রণবীর।’

মেয়ের নাম শেয়ার করে নেটিজেনদের শুভেচ্ছায় ভাসছেন রণবীর-দীপিকা। 

আপাতত মেয়েকে নিয়েই ব্যস্ত থাকার ঘোষণা দিয়েছেন দীপিকা। শোনা যাচ্ছে মেয়েকে নিজেকে দেখভাল করছেন তিনি। নিজ হাতেই মেয়েকে বড় করে তুলতে চান দীপিকা। অনেকে বলছেন, বলিউডের আরেক অভিনেত্রী ঐশ্বরিয়ার পথে হাঁটছেন দীপিকা।

আরো পড়ুন:

উল্লেখ্য, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘রাম-লীলা’ সিনেমার শুটিং সেটে একে অপরের কাছে আসেন দীপিকা-রণবীর। এরপরে বলিপাড়ায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেম ও বিয়ের গুঞ্জন চাউর হয়। যদিও তারা শুরুতে সম্পর্কের কথা অস্বীকার করে আসছিলেন। ২০১৮ সালের নভেম্বরে বিয়ে করেন এই জুটি। গত ২৯ ফেব্রুয়ারি মা হতে যাওয়ার ঘোষণা দেন দীপিকা পাড়ুকোন। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়