ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

কাদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন শাহরুখ?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ৩ নভেম্বর ২০২৪   আপডেট: ১৬:২৫, ৩ নভেম্বর ২০২৪
কাদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন শাহরুখ?

গত ২ নভেম্বর ৬০ বছরে পা দিলেন বলিউড বাদশা শাহরুখ খান। জন্মদিনের আগের রাতে তার বাড়ি মান্নাতের সামনে ভিড় করতে থাকেন তার ভক্ত-অনুরাগীরা। কিন্তু এবার মান্নাতের বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেননি শাহরুখ।

প্রায় প্রতি বছরই বারান্দায় দাঁড়িয়ে আইকনিক পোজ দেন শাহরুখ খান। এবার কি কারণে ভক্তদের দেখা দেননি তা অজানা। ধারণা করা হচ্ছে, নিরাপত্তাজনিত কারণে এমন সিদ্ধান্ত তার। তবে ভক্তদের নিয়ে ইনডোর ইভেন্টের আয়োজন করেছিলেন শাহরুখ। সেখানে কিং খান জানান, জন্মদিনের দিন একটু দেরিতে ঘুম থেকে উঠেছেন। তারপর সন্তানদের সঙ্গে সময় কাটান।

ভক্তদের মুখোমুখি হয়ে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’খ্যাত শাহরুখ খান বলেন, ‘আজ ঘুম থেকে দেরিতে উঠেছি। কারণ গতকাল রাতে ডিনার ছিল। ঘুম থেকে উঠার পর আমার ছোট ছেলে আব্রামের সঙ্গে সময় কাটাই। ওর আইপ্যাড ঠিকমতো চলছিল না। এরপর মেয়ে আসে ওর সমস্যা নিয়ে। ওর পোশাক ফিটিংস ঠিক ছিল না। তারপর আসে বড় ছেলে…।’

আরো পড়ুন:

ধৈর্যের শিক্ষাটা পরিবার থেকে শিখেছেন শাহরুখ খান। তা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আমার পরিবারের কাছ থেকে শিখেছি, যত বেশি বাচ্চা হবে, মানুষকে ততটাই ধৈর্যশীল হতে হবে। এই শিক্ষাটা আমি আমার বাড়ি থেকে কাজের জায়গায় বয়ে বেড়াই। এটা অনেক ধৈর্যের, অনেক ভালোবাসার, অনেক যত্নের। শুটিং সেটেও কারো কোনো কিছু ঠিকমতো না চললে, তাও আমি ঠিক করে থাকি। আমি মনে করি, একমাত্র ধৈর্য জিনিসটা আমি আমার পরিবার থেকে শিখেছি।’

ইনডোর আয়োজনে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন শাহরুখ খান। সেখানে উপস্থিত এক ভক্ত পরিবার থেকে পাওয়া শিক্ষার বিষয়ে জানতে চাইলে শাহরুখ এসব কথা বলেন।

এ মঞ্চে শাহরুখ কেবল প্রশ্নের উত্তরই দেননি। বরং ভক্তদের জন্য বিশেষ একটি গানে পারফর্ম করেন। এ অভিনেতা ‘ঝুমে জো পাঠান’ গানের সঙ্গে নাচেন। সেই সময় দর্শকাসনে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

জন্মদিনের প্রথম প্রহরে পরিবারের সঙ্গে কেক কাটেন শাহরুখ খান। সেই মুহূর্তের স্থিরচিত্র ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শাহরুখের স্ত্রী গৌরি খান। তা ছাড়া দেশ-বিদেশের ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় সিক্ত হয়েছেন এই নায়ক।

১৯৬৫ সালে ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। তার শৈশবের প্রথম পাঁচ বছর কেটেছে ম্যাঙ্গালুরুতে। শাহরুখের দাদা ইফতিখার আহমেদ স্থানীয় পোর্টের প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন। যার কারণে সেখানে বসবাস করেন তারা। শাহরুখের বাবার নাম তাজ মোহাম্মদ খান, মা লতিফ ফাতিমা।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়