ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

বিয়ের সাড়ে ৮ মাস পর বাবা-মা হলেন কাঞ্চন-শ্রীময়ী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ৩ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:১৮, ৩ নভেম্বর ২০২৪
বিয়ের সাড়ে ৮ মাস পর বাবা-মা হলেন কাঞ্চন-শ্রীময়ী

বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় বাবা-মা হলেন ভারতীয় সিনেমার কমেডিয়ান কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। গতকাল সন্ধ্যায় কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। হিন্দুস্তান টাইমসকে এ খবর নিশ্চিত করেছেন কাঞ্চন মল্লিক।

সংবাদমাধ্যমটিকে কাঞ্চন মল্লিক জানান, বাঙালি বাড়িতে প্রচুর নিয়ম-কানুন থাকে, তাই শ্রীময়ীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর তারা গোপন রেখেছিলেন। গতকাল হঠাৎ শ্রীময়ীর শরীর খারাপ হওয়ায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সি-সেকশনের মাধ্যমে সন্তানের জন্ম দেন শ্রীময়ী।

রোববার (৩ নভেম্বর) বিকালে শ্রীময়ী তার ফেসবুকে বেশ কটি বেবি বাম্পের ছবি শেয়ার করেন। তাতে এ অভিনেত্রী লেখেন, ‘এটা একটা লম্বা জার্নি। ৯ মাসের যাত্রা ছিল। এই যাত্রায় অসংখ্য আবেগঘন মুহূর্ত, শারীরিক নানা ওঠানামা ছিল। আমার মধ্যে এক ছোট্ট প্রাণ নড়েচড়ে উঠত। এই অনুভূতি সত্যিই অসাধারণ। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো। আমার পরি এসেছে। ওকে নিজের চোখে দেখার পর অনুধাবন করেছি, সেই সব যন্ত্রণা, আবেগের ওঠানামা এই আনন্দের কাছে কিছুই না।’

আরো পড়ুন:

অভিনেত্রী অনিন্দিতা দাসকে ভালোবেসে প্রথম সংসার শুরু করেছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। ২০১০ সালে ভেঙে যায় এ সংসার। তাদের সাড়ে সাত বছরের সংসার ছিল। এরপর পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন। গত ১০ জানুয়ারি ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এ সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে।

দ্বিতীয় সংসার ভাঙার এক মাসের মাথায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন ৫৩ বছর বয়সি কাঞ্চন। গত ১৪ ফেব্রুয়ারি ২৭ বছর বয়সি এই অভিনেত্রীকে রেজিস্ট্রি বিয়ে করেন তিনি। এরপর সামাজিক রীতি মেনে ২৬ বছরের ছোট শ্রীময়ীকে ঘরে তুলেন কাঞ্চন।

মূলত, পিংকির সঙ্গে সংসার চলাকালীন কাঞ্চনের জীবনে শ্রীময়ীর আগমন ঘটে। পরকীয়ার অভিযোগ, অসম বয়স নিয়ে দারুণভাবে সমালোচনার মুখে পড়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের পর এ সমালোচনার আগুন আরো ছড়িয়ে পড়েছিল। সমালোচনা-বিতর্ক নিয়ে একাধিকবার কথাও বলেছেন কাঞ্চন-শ্রীময়ী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়