ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে সমালোচনার মুখে রাজপাল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:৩৫, ৪ নভেম্বর ২০২৪
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে সমালোচনার মুখে রাজপাল

সাংবাদিকের মুঠোফোন কেড়ে নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় কমেডিয়ান রাজপাল যাদব। এ মুহূর্তের একটি ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল।

এ ভিডিওতে দেখা যায়, বসে আছেন রাজপাল যাদব। তার দুই পাশে আরো দুজন ব্যক্তি বসা। রাজপালের সামনে দাঁড়িয়ে এক সাংবাদিক ভিডিও ধারণ করছেন। রাজপালের বর্তমান ব্যস্ততা সম্পর্কে জানতে চান তিনি।

জবাবে রাজপাল বলেন, ‘প্রতি দেড় থেকে দুই মাস অন্তর দর্শক আমাকে নতুন সিনেমায় দেখতে পাবেন।’ এরপর দীপাবলিতে ‘বিতর্কিত মন্তব্য’ নিয়ে প্রশ্ন করেন ওই সাংবাদিক। আর তাতে বিরক্ত হন রাজপাল যাদব। এরপরই ওই সাংবাদিকের হাতের ফোনটি কেড়ে নেন। রাজপালের এমন আচরণে হতাশ নেটিজেনরা। সমালোচনার পাশাপাশি অনেকে তাকে কটাক্ষ করেও মন্তব্য করছেন।

আরো পড়ুন:

দীপাবলিতে কি মন্তব্য করেছিলেন রাজপাল যাদব, যে বিষয়ে প্রশ্ন শোনা মাত্রই রেগে গেলেন? মূলত, চলতি সপ্তাহের শুরুতে রাজপাল তার সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে ভক্তদের অনুরোধ করেন, দীপাবলিতে যেন আতশবাজি না ফাটানো হয়। কারণ এটি বায়ু এবং শব্দ দূষণে উল্লেখযোগ্য অবদান রাখে। কিন্তু সমালোচনার মুখে এই পোস্ট মুছে ফেলে ক্ষমাও চান রাজপাল।

রাজপাল যাদব অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভুল ভুলাইয়া থ্রি’। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে এটি। এতে আরো অভিনয় করেছেন— বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত, কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি প্রমুখ। বক্স অফিসেও বেশ সাড়া ফেলেছে এটি।

তথ্যসূত্র: পিঙ্কভিলা

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়