ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

আরশ খান-তানিয়া বৃষ্টির দূরত্ব, নেপথ্যে কী?

প্রকাশিত: ১৯:০৬, ৪ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:১১, ৪ নভেম্বর ২০২৪
আরশ খান-তানিয়া বৃষ্টির দূরত্ব, নেপথ্যে কী?

ছোট পর্দার আলোচিত দুই তারকা আরশ খান ও তানিয়া বৃষ্টি। একসঙ্গে জুটি বেঁধে অনেক নাটকে কাজ করেছেন। কাজ করতে গিয়ে তাদের নিয়ে তৈরি হয় নানা গুঞ্জন। এর মধ্যে প্রেমের গুঞ্জন অন্যতম। কিন্তু বিষয়টি ‘সত্য নয়’ বলে উড়িয়ে দেন তারা। তবে তাদের মাঝে এখন মান-অভিমানের পর্ব চলছে; তৈরি হয়েছে খানিকটা দূরত্ব, তা দুজনের কথা শুনলেই বোঝা যায়।

সম্প্রতি একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন তানিয়া বৃষ্টি। সেখানে আরশ খান প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ভালো বন্ডিং শেয়ার করতাম। একসঙ্গে কাজ করতাম। অনেক ভালো সম্পর্কের মধ্যে খুটিনাটি ঝামেলা হয়। সেটাই চলছে। ও (আরশ খান) আমার ওপর একটু রেগে আছে।’ 

রেগে থাকার কারণ ব্যাখ্যা করে তানিয়া বৃষ্টি বলেন, “এক সাক্ষাৎকারে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল, আরশের সঙ্গে কী অবস্থা? তখন বলেছিলাম, ‘আমরা খুব ভালো বন্ডিং শেয়ার করি, ঘুরিফিরি ভাই-ব্রাদারের মতো।’ সে ‘ভাই-ব্রাদারটা’ কোট করেছে। কেন ভাই-ব্রাদার বললাম এ কারণে হয়তো ওর মেজাজ খারাপ। অভিমান বলতে পারেন।”

আরো পড়ুন:

এরপর আরশের উদ্দেশে তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি আরশকে বলতে চাই, তোকে একদম ভাই-ব্রাদার জোনে ফেলে দিইনি। তোর জন্মদিনেও আমিই উইশ করেছিলাম। তখন ভাই-ব্রাদার বলেছিলাম। তুই আমার কাছে ওই রকম ভাই-ব্রাদার যে, তুই আমার এভরিথিং। এটা নিয়ে মেজাজ খারাপের কিছু নেই। আর হ্যাঁ, কবিতা লিখা বন্ধ কর আর আমাকে নিয়ে কথা বলাও বন্ধ কর।’

আরশের সঙ্গে এখন ঝগড়াঝাটি চললেও সামনে একসঙ্গে কাজ করবেন বলেও জানান তানিয়া বৃষ্টি।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়