ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

কমলা হ্যারিস আমেরিকার প্রেসিডেন্ট হবেন, মল্লিকার টুইট ভাইরাল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ৫ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:৩৮, ৫ নভেম্বর ২০২৪
কমলা হ্যারিস আমেরিকার প্রেসিডেন্ট হবেন, মল্লিকার টুইট ভাইরাল

চার বছর পর অনুষ্ঠিত হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। মঙ্গলবার (৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৫টা থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মার্কিন নির্বাচন নিয়ে রব উঠেছে সারা বিশ্বে। এ নির্বাচনের দিকে চাতক পাখির মতো চেয়ে আছেন বিশ্ববাসী। এরই মধ্যে বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের পুরোনো একটি টুইট নতুন করে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মল্লিকা। একই বছরের ২৩ জুন এক টুইটে এ অভিনেত্রী লিখেছিলেন— ‘কমলা হ্যারিসের সঙ্গে দেখা করে দারুণ লাগল। লোকে বলেন, তিনি একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবেন।’

আরো পড়ুন:

‘কমলা হ্যারিস একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবেন’— মল্লিকার এই ভবিষ্যদ্বাণী নিয়েই চলছে জোর চর্চা। কারণ নেটিজেনরা প্রশ্ন ছুড়ে দিয়ে লিখছেন, সত্যি কি কমলা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন?

সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চললেও আপাতত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। কারণ ভোটের ফলাফল এখনো ঘোষণা করেননি। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়