ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

‘তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া’

প্রকাশিত: ১৭:৪২, ৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:০৩, ৬ নভেম্বর ২০২৪
‘তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া’

যুক্তরাষ্ট্রের নির্বাচনের হাওয়া বইছে বাংলাদেশেও। সোশ্যাল মিডিয়ায় পক্ষে-বিপক্ষে পোস্ট করেছেন অনেকেই। কেউ ট্রাম্পের পক্ষে আবার কেউ কমলার পক্ষে পোস্ট করছেন। এই তালিকা থেকে বাদ পড়েননি শোবিজ অঙ্গনের তারকারাও।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন গায়িকা দিনাত জাহান মুন্নী। তিনি ফেসবুক পোস্টে লিখেন, ‘ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার একটা মিল আছে। তাই তাকে ভাল্লাগে। তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প (মডেল)। তিনি এ দেশে যে ভিসায় থাকেন, আমিও সে ভিসায় থাকি।’

অভিনেতা শামীম শাহেদ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রনীতির তারিফ করে তিনি লিখেন, ‘আমেরিকার বিরুদ্ধে যে যত কথাই বলেন না কেন, অনেক কিছু শেখার আছে তাদের কাছ থেকে!’

ট্রাম্প ভোটে এগিয়ে থাকার সময়ই অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ লিখেন, ‘কমলার বনবাস।’ সেখানে জয়ন্ত নামের এক ভক্ত মন্তব্য করেছেন, ‘মজা নেন?’ ভক্তের উত্তরে বিজরী বরকতুল্লাহ লিখেন, ‘কোথায় মজা নিলাম? আমেরিকায় কে জিতল না জিতল তাতে আমাদের কিচ্ছু যাবে–আসবে না। ওদের পররাষ্ট্রনীতি একই থাকবে সব সময়। ওরা নিজেদের দেশের স্বার্থের বাইরে কিছুই দেখবে না।’ দেশের পরিচালকদের অনেকেই ট্রাম্পের বিজয় নিয়ে ফেসবুকে মন্তব্য করেছেন। পরিচালক মাহমুদ দিদার লেখেন, ‘কমলা খারিজ।’

বেশ আগে থেকেই দেশের অভিনয়শিল্পীদের অনেকেই মার্কিন নির্বাচনের ফলাফল নিয়ে সরব। কমলা নাকি ট্রাম্প, প্রথমবার কি নারী প্রেসিডেন্ট পাবে যুক্তরাষ্ট্র? এই নিয়ে আলোচনার শেষ ছিল না। অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘আমেরিকানরা নারীবাদ নিয়ে সবচেয়ে বেশি কথা বলে, অথচ তারাই কখনো নারী নেতৃত্ব চায় না, কী সার্কাস।’

অভিনেতা আনন্দ খালেদ লিখেছেন, ‘ভাই রে, ক্ষমতা খুব ক্ষণস্থায়ী। আজ আছে কাল নাই। মানুষ কী মনে রাখে জানেন? আপনার ভালো ব্যবহার, আপনার মানবিক আচরণ।’ তরুণ গায়ক অয়ন চাকলাদার লিখেছেন, ‘তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।’

ঢাকা/রাহাত/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়