ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

ট্রাম্পের বিজয়: কমলাকে কঙ্গনার খোঁচা, কী বললেন অমিতাভ?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ৬ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:৩৫, ৬ নভেম্বর ২০২৪
ট্রাম্পের বিজয়: কমলাকে কঙ্গনার খোঁচা, কী বললেন অমিতাভ?

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন ডোনাল্ড ট্রাম্প। তাকে উষ্ণ অভিবাদন জানিয়েছেন বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানসহ বিভিন্ন মহল। বলিউড তারকারাও নানাভাবে তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন।

বলিউডের বিতর্কিত অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রাণৌত তার মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) মিম শেয়ার করে লেখেন, ‘ইন্টারনেটে আজ সেরা মিম এটি। অভিনন্দন ডোনাল্ড ট্রাম্প।’

চলতি বছরের শুরুর দিকে পেনসিলভানিয়ার এক সমাবেশে ট্রাম্পকে হত্যাচেষ্টা করা হয়। সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন কঙ্গনা। এ ছবিতে তিনি লেখেন, ‘আমি যদি আমেরিকান হতাম, তবে আজ ট্রাম্পকেই ভোট দিতাম। গুলি লাগার পরও উঠে দাঁড়িয়ে যেভাবে ভাষণ শেষ করেছেন, এক কথায়— ‘টোটাল কিলার।”

আরো পড়ুন:

এখানেই শেষ নয়, কমলা হ্যারিস এবং তার প্রচারে অংশ নেওয়া তারকাদের কটাক্ষ করেছেন কঙ্গনা রাণৌত। এতে তিনি লেখেন, ‘আপনি কি জানেন যে, এই ক্লাউনরা যখন তাকে সমর্থন করেছিলেন, তখন কমলার রেটিং মারাত্মকভাবে কমতেছিল। মানুষ ভেবেছিল, তিনি এই জাতীয় লোকদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়ানোর জন্যই রাষ্ট্রপতি হিসেবে তুচ্ছ, অবিশ্বস্ত।’

ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন মাইক্রোব্লগিং সাইট এক্সে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, ‘হারলে কি হবে? জয়ের লক্ষ্য অর্জিত হয়েছে! আমরা যদি জিততে থাকতাম, তাহলে কীভাবে বড় হওয়ার লক্ষ্য স্থির করতে পারতাম?’

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক হংসল মেহতা আজ সকালে এক্সে একটি পোস্ট দেন। তাতে তিনি লেখেন, ‘হ্যারিসের খেলা শেষ?’ আজ সন্ধ্যায় আরেকটি পোস্টে ‘সিমরান’খ্যাত এ নির্মাতা লেখেন, ‘ঈশ্বর আমেরিকার মঙ্গল করুক।’

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৭৯টি ইলেকটোরাল ভোট পেয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হওয়ার জন্য তার ২৭০টি ভোটের প্রয়োজন ছিল। এ বিজয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করলেন ট্রাম্প।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়