ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

বলিউডে নতুন জুটি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ৭ নভেম্বর ২০২৪  
বলিউডে নতুন জুটি

বলিউড তারকা সারা আলী খান ও সিদ্ধার্থ মালহোত্রা। অভিনয় ক্যারিয়ারে আলাদা আলাদাভাবে বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন সিদ্ধার্থ-সারা।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘পঞ্চায়েত’খ্যাত নির্মাতা দীপক মিশ্রা নির্মাণ করতে যাচ্ছেন নাম ঠিক না হওয়া একটি সিনেমা। এতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করবেন সারা আলী খান ও সিদ্ধার্থ মালহোত্রা। এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

গ্রামীণ পটভূমিতে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন:

সারা আলী খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’। গত ২১ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পায় সিনেমাটি। তা ছাড়াও সারার হাতে আরো দুটো সিনেমার কাজ রয়েছে। সিদ্ধার্থ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘যোদ্ধা’। গত ১৫ মার্চ মুক্তি পেয়েছে এটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়