ঢাকা     বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৩ ১৪৩১

‘হাশিমোটো’ রোগে ভুগছেন অর্জুন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ৭ নভেম্বর ২০২৪   আপডেট: ২১:০০, ৭ নভেম্বর ২০২৪
‘হাশিমোটো’ রোগে ভুগছেন অর্জুন

হাশিমোটো থাইরয়েডাইটিস রোগে ভুগছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। গত বছর এ রোগ শনাক্ত হয় তার।

দ্য হলিউড রিপোটার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন কাপুর বলেন, ‘আমার হাশিমোটো থাইরয়েডাইটিস বলে কিছু একটা হয়েছে।’

বিস্তারিত জানিয়ে অর্জুন কাপুর বলেন, “আমি যখন ‘সিংহম এগেন’ সিনেমায় চুক্তিবদ্ধ হই, তখন খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম; সেটা ব্যক্তিগত, পেশাগত, মানসিক, শারীরিকভাবে ঘটেছে। জানি না, আমি হতাশাগ্রস্ত ছিলাম কি ছিলাম না। শুধু এটুকু বুঝতাম, ঠিকঠাক চলছে না।”

আরো পড়ুন:

ভেতরের ইচ্ছাগুলো কমে গিয়েছিল অর্জুন কাপুরের। তা স্মরণ করে ‘ইশকজাদে’খ্যাত এ অভিনেতা বলেন, ‘আমি অনেকটা দেড়ি করে ফেলেছিলাম। আমি সিনেমা দেখে আনন্দ পাচ্ছিলাম না, এটা বুঝতে পারছিলাম। আমার কাছে আমার জীবন মানেই চলচ্চিত্র। আমি সুখী ছিলাম না। আমার ভেতরের ইচ্ছাগুলো কমে গিয়েছিল।”

অনেক দিন ধরে ক্যারিয়ারে ভালো সময় যাচ্ছে না অর্জুন কাপুরের। কিছু দিন আগে মুক্তি পেয়েছে অর্জুন অভিনীত ‘সিংহম এগেন’ সিনেমা। এটি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। এ বিষয়টি উল্লেখ করে অর্জুন কাপুর বলেন, ‘আমি যদি থেরাপি না নিতাম কিংবা এই সিনেমাও যদিও ব্যর্থ হতো তবে ব্যক্তিগত জীবনে বিরোধপূর্ণ অবস্থায় থাকতাম।’

আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে, ক্রনিক লিম্ফোসাইটিক থাইরয়েডাইটিস বা অটোইমিউন থাইরয়েডাইটিস নামেও পরিচিত হাশিমোটো থাইরয়েডাইটিস। এটি অটোইমিউন ডিজঅর্ডার। এর মানে আপনার শরীরে অ্যান্টিবডিস বৃদ্ধি পেয়েছে অথবা থায়রোগ্লোবিন অ্যান্টিবডিস বৃদ্ধি পেয়েছে, যা আপনার থাইরয়েড গ্রন্থি ক্ষতিগ্রস্ত করে।

এই অ্যান্টিবডিগুলো থাইরয়েড গ্রন্থিতে ব্যথা সৃষ্টি করে। সময়ের সঙ্গে ব্যথা বৃদ্ধি পেতে থাকে এবং  থাইরয়েড হরমোন তৈরিতে বাধাগ্রস্ত করে। সাধারণত, এই রোগ নারীদের বেশি হয়। পুরুষ বা বাচ্চারাও এ রোগে আক্রান্ত হতে পারে। এ রোগে আক্রান্ত হওয়ার সঠিক কোনো বয়স নেই।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়