ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

জীবনে সব সময় একজন দানব পেয়েছি: বাঁধন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ৮ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:৫৫, ৮ নভেম্বর ২০২৪
জীবনে সব সময় একজন দানব পেয়েছি: বাঁধন

লাক্স তারকা থেকে রুপালি পর্দা, তারপর বিশ্ব মঞ্চ ও বলিউডে দেশের প্রতিনিধিত্ব করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে তার এই চলার পথ মোটেও মসৃণ ছিল না। কারণ পেশাগত নানা সংকটের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সংগ্রামটা একাই করতে হয়েছে তাকে।

কিছু দিন আগে চল্লিশে পা দিয়েছেন বাঁধন। এ পর্যায়ে এসে বিয়ের পরিকল্পনা করেছেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত এই অভিনেত্রী। হঠাৎ বিয়ের পরিকল্পনা সামনে আনার কারণ কী?

এ বিষয়ে বাঁধন বলেন, ‘বিশেষ কোনো কারণ নেই। ৪০ বছর বয়স পার হয়ে গেছে তো! ৪০ বছরে আমি অন্যরকম একটা জীবন লাভ করছি। তাই এই নতুন জীবনে মনে হয়েছে, একজন সঙ্গী থাকতেই পারে। সঙ্গী ছাড়া তো মানুষ থাকতে পারে না। আমার পুরো জীবনটা প্রায় সঙ্গী ছাড়াই কেটেছে।’

আরো পড়ুন:

জীবনে পথচলায় সত্যিকারের কোনো সঙ্গী পাননি বাঁধন। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘পথচলায় সত্যিকারের একজন সঙ্গী পেয়েছি এমনটা কখনো হয় নাই। সব সময় হয় একজন দানব পেয়েছি, না হলে যে আমাকে অত্যাচার করছে, আমাকে অ্যাবিউজ করছে, এ রকম মানুষই পেয়েছি। আমার জীবনে যারা আসছে, সবাই বাধা হিসেবেই আসছে। আমার চলার পথটাকে মসৃণ করতে কেউ আসেনি।’

‘আমার জীবনে যারা বাধা হবে, তারা তো আমার জীবনে থাকতে পারবে না। এটা সম্ভবও না। তাই ওই অর্থে আমি কোনো জীবনসঙ্গী পাইনি, এটা সত্যি। সব মিলিয়ে এখন মনে হয়েছে, পথচলার একজন সঙ্গী হতেই পারে।’ বলেন বাঁধন।

কেমন জীবনসঙ্গী চান বাঁধন? এ প্রশ্নের জবাবে ‘খুফিয়া’ অভিনেত্রী বলেন, ‘জীবনসঙ্গীর ক্ষেত্রে আমাকে আমার মতো যে গ্রহণ করবে, সেই জিনিসটা খুব জরুরি। আর এটা আমাদের সমাজে তো খুবই দুর্লভ। এ রকম না যে আশপাশে অজস্র খুঁজে পেয়েছি, সে রকমও না।’

আজমেরী হক বাঁধন ২০১০ সালে তার চেয়ে ২০ বছরের বড় মাশরুর সিদ্দিকী সনেটকে বিয়ে করেন। প্রায় চার বছর সংসার করার পর ২০১৪ সালের ২৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের। বাঁধন-সনেট দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পর মেয়েকে একাই বড় করেছেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়