ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

প্রেমের গুঞ্জন নিয়ে ফের মুখ খুললেন দীঘি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ৮ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:৪৬, ৮ নভেম্বর ২০২৪
প্রেমের গুঞ্জন নিয়ে ফের মুখ খুললেন দীঘি

শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। বিভিন্ন সময় তাকে নিয়ে প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। বিশেষ করে ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন জোরালোভাবে ছড়ায়।

তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এর আগেও কথা বলেছেন দীঘি।  ফের বিষয়টি নিয়ে কথা বললেন তিনি। মূলত, একটি অ্যাওয়ার্ড প্রধান অনুষ্ঠানে যোগ দিয়ে ব্যক্তিগত জীবনের ব্যাপারটি নিয়ে কথা বলেন।  

দীঘি বলেন, ‘আফ্রিদির সঙ্গে আমার কখনো প্রেমের সম্পর্ক ছিল না। সে সব সময় আমার ভালো বন্ধু। আর এখন সে চাপে আছে বা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে আমি তার সঙ্গে বন্ধুত্ব রাখব না, এমন নয়। আমি তার বন্ধু আছি, সব সময় থাকব।’

আরো পড়ুন:

এর আগে দীঘি বলেছিলেন, ‘এ খবর সম্পূর্ণ মিথ্যা, এটা তৌহিদ আফ্রিদি নিজেও বলবে। সে শুধুই আমার বন্ধু।’ কারো সঙ্গে প্রেম করছেন না জানিয়ে দীঘি বলেছিলেন, ‘এটা আমার দ্বারা আসলে সম্ভব না।’

প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতর মেয়ে প্রার্থনা ফারদিন দিঘী। চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়