ঢাকা     মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৪ ১৪৩১

দিন শেষে সবাই বিখ্যাত হতে চায়: মেহজাবীন চৌধুরী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ১০ নভেম্বর ২০২৪   আপডেট: ২১:৫৯, ১০ নভেম্বর ২০২৪
দিন শেষে সবাই বিখ্যাত হতে চায়: মেহজাবীন চৌধুরী

লাক্স তারকা থেকে মেহজাবীন চৌধুরী নাম লেখান অভিনয়ে। সংগ্রাম ও পরিশ্রমের মাধ্যমে খুব দ্রুত ছোট পর্দায় নিজের শক্ত জায়গা গড়েন। ছোট পর্দার সীমানা ছাড়িয়ে ওয়েব দুনিয়ায় নাম লেখিয়েও মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

বছরজুড়ে টানা ব্যস্ত থাকা মেহজাবীন চৌধুরী কাজ কমিয়ে দিয়েছেন। যেসব কাজ হাতে নিচ্ছেন তা অনেক ভেবে-চিন্তে গ্রহণ করছেন। কাজের খবর মেহজাবীন যেমন গণমাধ্যমে জানান, তেমনি সোশ্যাল মিডিয়াতেও জানিয়ে থাকেন। তা ছাড়া সমকালীন নানা বিষয় নিয়ে মতামত ব্যক্ত করতেও দেখা যায় এই অভিনেত্রীকে।

শনিবার (৯ নভেম্বর) মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন। এটি মূলত, বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরির একাধিক ছবির কোলাজ। এ ছবিতে লেখা রয়েছে— ‘তারা বলেন, খ্যাতি খুঁজতে গিয়ে সে শিল্প হারিয়েছেন।’

আরো পড়ুন:

এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে বেশ দীর্ঘ একটি লেখা পোস্ট করেছেন মেহজাবীন চৌধুরী। শুরুতে তিনি লেখেন, ‘যে ইন্ডাস্ট্রির কথাই বলি না কেন, সত্য সবসময় এক থাকে। দর্শকরা সর্বাধিক ক্ষমতার অধিকারী। শুধু তারাই শিল্পের দিক পরিবর্তন করতে সক্ষম।’

সবটাই দর্শকদের উপরে নির্ভরশীল বলে মনে করেন মেহজাবীন চৌধুরী। তার ভাষায়, ‘হয়তো এমন কিছু সিনেমা থাকবে, যা অর্থবহ এবং গুরুত্বপূর্ণ। আবার এমন সিনেমাও থাকবে যা, কেবল বিনোদনমূলক। কিন্তু বিশেষ কোনো প্রভাব ফেলবে না। এটা সম্পূর্ণভাবে দর্শকদের উপর নির্ভর করে যে, তারা কী দেখতে এবং সমর্থন করতে চায়।’

ব্যক্তিগত ভাবনার কথা উল্লেখ করে মেহজাবীন চৌধুরী লেখেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, একটি ইন্ডাস্ট্রিতে সব ধরনের সিনেমার জায়গা থাকা উচিত। কিন্তু কাউকে এই বলে দোষারোপ করা ঠিক নয় যে, তিনি খ্যাতির পিছনে ছুটতে গিয়ে পথ হারিয়েছেন। দিন শেষে সবাই বিখ্যাত হতে চায়। কিন্তু তারা কীসের জন্য খ্যাতি অর্জন করছে, তা নির্ধারণের ক্ষমতা দর্শকদের হাতেই।’

মেহজাবীন চৌধুরীর এই বক্তব্য সমর্থন করে অসংখ্য নেটিজেন কমেন্ট করেছেন। তাবাসসুম ঐশী লেখেন, ‘একদম নিখুঁত কথা বলেছেন।’ তারেক নামে একজন লিখেছৈন, ‘তৃপ্তি দিমরি এখন ভারতের ক্রাশ।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়