ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

অস্বীকার হচ্ছে অপরাধীর প্রথম অস্ত্র: ফারুকী

প্রকাশিত: ১৬:৪৯, ১১ নভেম্বর ২০২৪  
অস্বীকার হচ্ছে অপরাধীর প্রথম অস্ত্র: ফারুকী

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এ দায়িত্ব নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন।  এবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে বিশেষ বার্তা দিলেন এই পরিচালক।।

মূলত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দপ্তরের ফেসবুক পেজের একটি ভিডিও এটি। যেখানে তুলে আনা হয়েছে, চব্বিশের গণঅভ্যুত্থানে চোখ হারানো নির্যাতিত মানুষের নানান কথা। এর ক্যাপশনে লেখা, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। জুলাই আমাদের সেই জিরো পয়েন্ট, যেখানে সব মত পথ এসে মিশে যায়। জুলাইয়ের গণ-আন্দোলনে চোখ হারানো বন্ধুদের নিয়ে এই ট্রিবিউট ভিডিও। আমরা ভুলব না কিছুই।’

ভিডিওটি শেয়ার করে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘অস্বীকার হচ্ছে অপরাধীর প্রথম অস্ত্র। তারা যত অস্বীকার করবে আমরা ততবার ততধিক উচ্চস্বরে স্মরণ করিয়ে দিব, কীভাবে আমাদের মায়ের সোনার নোলক হারিয়ে গেল, কীভাবে আমাদের গোলাভরা ফসল আর সাজানো ফুলদানি হারিয়ে গেল, কীভাবে পলাশী এখনো আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠছে!’

আরো পড়ুন:

গতকাল সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনে মোস্তফা সরয়ার ফারুকীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

শপথ নেওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় ফারুকী বলেন, ‘এটা আমার জন্য এক ধরনের অভাবনীয় অভিজ্ঞতা। কারণ আমি কখনোই কোনো পদ কিংবা চেয়ারে বসব ভাবিনি। তবে প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা বেশ লোভনীয়, না বলাটা মুশকিল।’

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়