হুমায়ূন আহমেদকে নিয়ে ফারুকের আবেগঘন পোস্ট
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আজ ৭৬তম জন্মদিন। জীবদ্দশায় লেখার জাদুতে পাঠককে মোহিত করে রেখেছিলেন। প্রিয় এই মানুষের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেতা ফারুক আহমেদ।
অভিনয় ক্যারিয়ারে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অসংখ্য নাটক-সিনেমায় অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান। হুমায়ূন আহমেদের খুব কাছের একজন মানুষ ছিলেন এই অভিনেতা।
হুমায়ূন আহমেদের একটি ছবি ফেসবুকে শেয়ার করে স্ট্যাটাস দিয়েছেন ফারুক আহমেদ। ক্যাপশনে এ অভিনেতা লিখেন, ‘হুমায়ূন আহমেদ। যাকে বুকের মধ্যে ধারণ করি। আজ তার জন্মদিন। ভালো থাকবেন পরপারে। শুভ জন্মদিন।’
ইমদাদুল হক মিলনের ‘বারো রকমের মানুষ’ নাটকে রসিকলাল চরিত্রে অভিনয় করে দর্শক মহলে প্রথম প্রশংসা কুড়ান ফারুক আহমেদ। এর কিছুদিন পরই হুমায়ূন আহমেদের নজরে আসেন তিনি। তার পরিচালিত ‘অচিন বৃক্ষ’ নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেন ফারুক।
স্বাধীন খসরু ও এজাজুল ইসলামের সঙ্গে হুমায়ূন আহমেদের ব্যাপক জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘তারা তিন জন’-এ অভিনয় করেন তিনি। ফারুকের অভিনয়ে মুগ্ধ হয়ে হুমায়ূন আহমেদ তার লেখা ‘লিলুয়া বাতাস’ বইটি এই অভিনেতার নামে উৎসর্গ করেছিলেন।
ঢাকা/রাহাত/শান্ত