ঢাকা     বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৩ ১৪৩১

মধ্যরাতে স্ট্যাটাস ভাইরাল, বিব্রত ফারিয়া

প্রকাশিত: ১৭:৩৯, ১৩ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:০১, ১৩ নভেম্বর ২০২৪
মধ্যরাতে স্ট্যাটাস ভাইরাল, বিব্রত ফারিয়া

গতকাল রাতে আকস্মিকভাবে ভাইরাল হয় অভিনেত্রী শবনম ফারিয়ার নামে একটি স্ট্যাটাস। এ স্ট্যাটাসে বলা হয়েছে, বর্তমান শাসনামলে কি কি সমস্যা মোকাবিলা করছেন। নানা প্রতিবন্ধকতার কথাও তুলে ধরা হয় পোস্টটিতে। বলা হয়, হাসিনা সরকার দেশ পরিচালনার সময় অভিনেত্রীকে কোনো ফেসবুক পোস্ট ডিলিট করতে হয়নি।

শবনম ফারিয়ার নামে ভাইরাল হওয়া পোস্টটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে। কিন্তু ভাইরাল এই পোস্ট তার নয় বলে দাবি করেছেন শবনম ফারিয়া। এ অভিনেত্রী রাইজিংবিডিকে বলেন, ‘রাতে আগেই ঘুমিয়ে পড়েছিলাম। গত তিনদিন ধরে জ্বরে আক্রান্ত। সকালে সাংবাদিক ভাইদের ফোনে বিষয়টি জানতে পারি। আমি অবাক হয়েছি।’

বিষয়টি নিয়ে শবনম ফারিয়া তার ফেসবুকেও একটি স্ট্যাটাস দিয়েছেন। ক্ষোভ প্রকাশ করে এ অভিনেত্রী লেখেন, ‘কোনো বিষয়ে আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি। বিশেষভাবে রাজনীতি বিষয়ক! এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এইটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আপনাদের অবস্থা এত খারাপ যে, এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালায় নিজেদের কথা বলতে হচ্ছে। আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হইয়েন না।’

আরো পড়ুন:

গত ১৫ বছরে লেখার স্বাধীনতার ব্যাপারটি ব্যাখ্যা করে শবনম ফারিয়া লেখেন, “আবার লিখছে, ‘১৫ বছরে নাকি কোনো পোস্ট ডিলিট করতে হয় নাই!’ গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে! স্ট্যাটাস দেয়ার ৫ মিনিটের মধ্যে কল চলে আসতো। বলো হতো, ‘আপা ডিলিট করেন, সমস্যা হবে।’ অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ সুবিধাও পাই নাই! আমার আলোও আসে নাই। আর এমন কোনো স্টেটমেন্ট দিলে সেইটা রাখার সাহসও রাখি।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়