ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

এখনই সিনেমা ছাড়ছেন না আমির, তবে…

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ১৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:১৬, ১৫ নভেম্বর ২০২৪
এখনই সিনেমা ছাড়ছেন না আমির, তবে…

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ২০২২ সালের শেষ লগ্নে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন। দীর্ঘ ৩৫ বছরের অভিনয় ক্যারিয়ারে আকস্মিকভাবে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। প্রায় এক বছর বিরতি নিয়ে ফের অভিনয়ে ফিরেছেন।

কয়েক দিন আগে দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন আমির খান। এ আলাপচারিতায় তার কর্ম পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি এ-ও জানান, এখনই তিনি সিনেমা ছাড়ছেন না।  

আমির খান বলেন, “আমি জীবনে ৬টি সিনেমা একসঙ্গে হাতে নিইনি। এর পেছনে আমার নিজস্ব কারণ আছে। সর্বশেষ আমি সিদ্ধান্ত নিই, ‘ওকে, আমি সিনেমা ছাড়ছি না।’ এরপরই আমি চিন্তা করি, আমার সক্রিয় জীবনের এটি হবে শেষ ১০ বছর।”

আরো পড়ুন:

খানিকটা ব্যাখ্যা করে আমির খান বলেন, ‘আপনি জীবনকে বিশ্বাস করতে পারেন না। আমরা আগামীকাল মারা যেতে পারি। সুতরাং আমি বলব, মোটামুটি ১০ বছর সক্রিয় জীবন পাব। আমার বয়স এখন ৫৯। আশা করি, ৭০ বছর পর্যন্ত কার্যক্ষম থাকব। তারপর ভাবি, আমাকে শেষ ১০ বছর খুব কর্মক্ষম থাকতে হবে।’

সিনেমা থেকে অবসর নেওয়ার কথা উল্লেখ করে আমির খান বলেন, ‘আমার বয়স বাড়ছে। আমি মেধাবীদের সাহার্য করতে চাই। যেমন— লেখক, পরিচালক এবং সৃজনশীল সব মানুষ। ৭০ বছর বয়সে অবসর নেওয়ার আগে আমি মেধাবীদের জন্য প্ল্যাটফর্ম হতে চাই। এজন্য আমি আরো সিনেমা হাতে নিয়েছি।’

আমির খান পরিচালিত ও অভিনীত আলোচিত সিনেমা ‘তারে জমিন পার’। ২০০৭ সালে এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। এ সিনেমার সিক্যুয়েল ‘সিতারে জমিন পার’ দিয়ে অভিনয়ে ফিরেছেন আমির। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাবে এটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়