ঢাকা     শুক্রবার   ২০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৫ ১৪৩১

শ্রদ্ধা কাপুরের নতুন মিশন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ১৬ নভেম্বর ২০২৪  
শ্রদ্ধা কাপুরের নতুন মিশন

শ্রদ্ধা কাপুর

মাত্র ৬০ কোটি বাজেটের সিনেমা বক্স অফিস থেকে আয় করে নিয়েছে ৯০০ কোটি। অন্যরকম সফলতা পেয়েছে শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘স্ত্রী টু’। এতে অভিনয় করে প্রশংসায় ভাসছেন ‘আশিকি’ খ্যত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। স্ত্রী টু-এর সফলতার রেশ সতেজ থাকতেই তিনি যুক্ত হচ্ছেন নতুন সিনেমায়। এবার এমন একটি চরিত্রে দেখা যাবে তাকে, যেভাবে এর আগে কখনও দেখা যায়নি।

ভারতীয় গণমাধ্যমের তথ্য, শ্রদ্ধা কাপুর এবা ‘নাগিন’ হতে চলেছেন। তাকে এই নতুন রূপে পর্দায় হাজির করবেন নিখিল দ্বিবেদি। অল্প কয়েকদিনের মধ্যেই শুরু হবে শুটিং। সিনেমায় শ্রদ্ধা কাপুরকে চুক্তিবদ্ধ করতে পেরে খুশি নির্মাতা।

আরো পড়ুন:

তিনি বলেছেন, ‘সিনেমাটির জন্য আমি প্রথমেই শ্রদ্ধার কথা ভেবেছি। শ্রদ্ধাও শুটিং শুরু করার জন্য উন্মুখ হয়ে আছেন। আমার চিত্রনাট্যও প্রস্তুত।’

এবার শ্রদ্ধা কাপুরের ভক্তরা তাকে সাপের ভূমিকায় দেখতে পারবেন। নির্মাতা জানিয়েছেন সাপের সিনেমা হলেও বর্তমান কথা মাথায় রেখেই নাগিন বানাবেন তিনি। এই সিনেমার নাম কী কিংবা এতে শ্রদ্ধা ছাড়া আর কে কে অভিনয় করবেন— তা এখনও অজানা।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়