‘মিস ইউনিভার্স’ বিজয়ী ভিক্টোরিয়া
বিজয়ের মুকুট পরে আবেগাপ্লুত ভিক্টোরিয়া
‘মিস ইউনিভার্স ২০২৪’ বিজয়ী হলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থিলভিগ। শনিবার (১৬ নভেম্বর) রাতে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হয় এই সৌন্দর্য প্রতিযোগিতার ৭৩তম আসর। এতে ১২০ জনের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে জয়ের মুকুট ছিনিয়ে নেন ২১ বছর বয়সি ভিক্টোরিয়া। মিস ইউনিভার্সের অফিসিয়াল ইনস্টাগ্রামে এ ঘোষণা দেওয়া হয়।
সিএনন এক প্রতিবেদনে জানিয়েছে, এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন নাইজেরিয়ার চিদিম্মা আদেতশিনা আর দ্বিতীয় রানারআপ মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান।
ভিক্টোরিয়া
চূড়ান্ত পাঁচ প্রতিযোগীর প্রশ্নোত্তর পর্বে প্রাধান্য পেয়েছে নেতৃত্বের গুণাবলি ও মনোবলের দৃঢ়তা। ভিক্টোরিয়াকে জিজ্ঞাসা করা হয়, কেউ যদি তাকে মূল্যায়ন না করেন, তাহলে তিনি কীভাবে জীবনযাপন করতেন? জবাবে ভিক্টোরিয়া বলেন, ‘আমি প্রতিদিন আমার মতো করে বাঁচি।’
জীবন লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ভিক্টোরিয়া বলেন, ‘যে যেখান থেকেই আসুন না কেন, লড়াই চালিয়ে যান। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, কারণ নিজেকে বদলাতে চেয়েছি। আমি ইতিহাস গড়তে চেয়েছি এবং আজ রাতে সেই ইতিহাসই গড়েছি।’
ভিক্টোরিয়া
এর আগে ডেনমার্ক থেকে কোনো প্রতিযোগী মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ের মুকুট পাননি। ভিক্টোরিয়াই প্রথম এ মুকুট ছিনিয়ে নিলেন।
ঢাকা/শান্ত