ঢাকা     মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৪ ১৪৩১

স্বামী হারালেন মুনমুন, শোকস্তব্ধ কন্যা রাইমা-রিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ১৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:২০, ১৯ নভেম্বর ২০২৪
স্বামী হারালেন মুনমুন, শোকস্তব্ধ কন্যা রাইমা-রিয়া

দুই কন্যা ও স্ত্রী মুনমুন সেনের সঙ্গে ভরত দেব ভার্মা

অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেব ভার্মা মারা গেছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। মুনমুন-ভরত দম্পতির কন্যা অভিনেত্রী রাইমা সেন ভারতীয় গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, জয়পুরে শুটিং করছিলেন রাইমা সেন। বাবার মৃত্যুর খবর পেয়ে কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন এই অভিনেত্রী। বাবার মৃত্যুর খবরে শোকস্তব্ধ রাইমা ও তার বোন রিয়া সেন।  

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ সকালে অস্বস্তিবোধ করেন ভরত দেব ভার্মা। দ্রুত খবর দেওয়া হয় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে, সেখান থেকে অ্যাম্বুলেন্স আসার আগেই মারা যান ভরত।

আরো পড়ুন:

মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেন। ১৯৭৮ সালে সুচিত্রা নিজে দাঁড়িয়ে থেকে ভরতের সঙ্গে কন্যার বিয়ে দেন। জানা যায়, স্বামীর অনুমতি নিয়ে অভিনয়ে নাম লেখান মুনমুন সেন। কিন্তু এ সিদ্ধান্ত প্রথমে মেনে নেননি সুচিত্রা। এ নিয়ে মনমালিন্য তৈরি হয়েছিলেন। যদিও পরবর্তীতে তা মিটে যায়। মুনমুন-ভরত দম্পতির দুই কন্যা। তারা হলেন— রাইমা সেন ও রিয়া সেন। তারা দুজনেই জনপ্রিয় অভিনেত্রী।

ত্রিপুরার রাজ পরিবারের সন্তান ভরত দেব ভার্মা। ভরতের মায়ের নাম ইলা দেবী, তিনি ছিলেন কোচবিহারের রাজকুমারী, যার ছোট বোন গায়ত্রী দেবী জয়পুরের মহারানি। ১৯৪১ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন ইলা দেবী। ত্রিপুরার মহারাজা রমেন্দ্রকিশোর দেব ভার্মাকে বিয়ে করেন তিনি। এ দম্পতির পুত্র ভরত।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়