ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

প্রকাশ্যে এসে গোপন তথ্য ফাঁস করলেন আফ্রিদি

প্রকাশিত: ১৮:১৫, ১৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:১১, ১৯ নভেম্বর ২০২৪
প্রকাশ্যে এসে গোপন তথ্য ফাঁস করলেন আফ্রিদি

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

অনেক দিন আড়ালে ছিলেন আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। গত ১৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে তার বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে। যেখানে বরের সাজে দেখা যায় তাকে। অনেকে বলেন, ‘তৌহিদ আফ্রিদি রাইসা নামে এক মেয়েকে গোপনে বিয়ে করেছেন।’

তৌহিদ আফ্রিদির বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের চর্চা এখনো চলমান। এরই মধ্যে আড়াল ভেঙে প্রকাশ্যে এসে বিয়ে নিয়ে মুখ খুললেন এই কনটেন্ট ক্রিয়েটর।

তৌহিদ আফ্রিদি বলেন, ‘আমি গাড়িতে বসে শুনি গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি! আরে বিয়ে তো গোপনে করিনি, আমি বিয়ের ছবি আপলোড দেওয়ার আগে আপলোড হয়ে গেছে। ভেবেছিলাম বাসায় যাব, এরপর সবাইকে বিয়ের খবর জানাব। কিন্তু সে সময় আর কই পেলাম। অনেকেই ছবি পোস্ট করেছেন।’

আরো পড়ুন:

বিয়ের যে গুঞ্জন উড়ছে, সেটাই সত্যি। এ তথ্য উল্লেখ করে তৌহিদ আফ্রিদি বলেন, ‘আসলে জন্ম, মৃত্যু, বিয়ে— এটা সম্পূর্ণ মহান আল্লাহ লিখে রাখেন। কার, কখন, কোথায়, কীভাবে বিয়ে হবে এখানে কারো হাত নেই। আমি আমার মাকে নিয়ে কনে দেখতে গিয়েছিলাম, পরিবারকে নিয়ে দেখতে গেছি ওখানেই কাবিন হয়ে যায়।’

তবে কনে হিসেবে ‘রাইসা’ নামে যে মেয়ের কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তা সত্য নয়। বরং রাইসার বোন রামিসা আল রিসার সঙ্গে বিয়ে রেজিস্ট্রি হয়েছে তার। এ বিষয়ে তৌহিদ আফ্রিদি বলেন, ‘মানুষ আসলে কনফিউজড হয়ে গেছে, তারা তো যমজ বোন। যমজ বোন হওয়ার কারণে আমার শালিকে (শ্যালিকা) অনেকে আমার ওয়াইফ বলা শুরু করেছে। এসব একদিক থেকে হাস্যকর লাগে।’

সবশেষে দোয়া চেয়ে তৌহিদ আফ্রিদি বলেন, ‘বিয়ে তো একটা দায়িত্ব। সবার কাছে দোয়া চাইব, আমার জীবনটাকে যেন গুছিয়ে রাখতে পারি। আমার জন্য দোয়া করবেন, যাতে সবসময় আপনাদের মাঝে এভাবে ভালোবাসা নিয়ে থাকতে পারি। আমি এখন আমাদের টেলিভিশন চ্যানেল মাই টিভি নিয়ে ব্যস্ত। উপস্থাপনা করছি। ইউটিউব কনটেন্ট বানানোর কাজ করব।’

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়