ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিভোর্সের গুঞ্জনে ক্ষুব্ধ মৌসুমী হামিদ

প্রকাশিত: ১৯:০৪, ১৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:০৯, ১৯ নভেম্বর ২০২৪
ডিভোর্সের গুঞ্জনে ক্ষুব্ধ মৌসুমী হামিদ

স্বামীর সঙ্গে মৌসুমী হামিদ (বাঁয়ে)

চলতি বছরের শুরুতে নির্মাতা আবু সাইয়িদ রানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী মৌসুমী হামিদ। সংসার জীবনে দারুণ সময় পার করছেন তারা। এরই মাঝে এ দম্পতির সংসার ভাঙার গুঞ্জন উড়ছে। এ খবর কানে যেতেই চটেছেন মৌসুমী হামিদ। ক্ষুব্ধ এ অভিনেত্রীর ভাষ্য, “বিয়ের এক বছরও হয়নি। এরই মধ্যে বিবাহবিচ্ছেদের মনগড়া খবর! তারা কি আমাদের ডিভোর্স করাতে চায়?” 

প্রশ্ন ছুড়ে দিয়ে মৌসুমী হামিদ বলেন, “এই খবর যদি আমার শ্বশুরবাড়ির লোক দেখে, আত্মীয়স্বজন দেখে, তাহলে কী ভাববে?”

সংসার ভাঙার খবর চাউর হওয়া প্রসঙ্গে মৌসুমী হামিদ জানান, সম্প্রতি একটি অনুষ্ঠানে তাকে দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন করা হলে জানান, তাদের সংসার অনেক ভালো যাচ্ছে। বিয়ের পর তার জীবনটাই বদলে গেছে। সবকিছুর জন্য খুশি তিনি।

পরে তার কাছে জানতে চাওয়া হয়, তারকাদের বিচ্ছেদ প্রসঙ্গে। এ বিষয়ে মৌসুমী হামিদ বলেন, “সেই প্রশ্নে আমার উত্তর ছিল, যেকোনো মানুষের জীবনে সমস্যা থাকতেই পারে। কিন্তু সবার জীবন তো এক নয়, এখন মিডিয়ার মানুষের চেয়ে বাইরের মানুষের ডিভোর্স বেশি হয়। তাদেরটা সামনে আসে না, আমাদেরটা আসে। সেই খবর যখন ঘুরিয়ে–পেঁচিয়ে লেখা হয় আমার বিচ্ছেদ প্রসঙ্গ নিয়ে, তখন মানসিক শক্তিই হারিয়ে যায়।”

এমনিতে অভিনয়শিল্পীদের নিয়ে গুঞ্জন চলতেই থাকে। সামান্য কিছু ঘটলেই সেটা অনেক বড় করে দেখা হয়। সেখানে বিচ্ছেদের খবরে ভীষণ আশাহত মৌসুমী হামিদ।

সামাজিকভাবে ক্ষতির মুখে পড়ার কথা জানিয়ে মৌসুমী হামিদ বলেন, “ভুয়া একটি খবর যেভাবে ছড়ানো হচ্ছে, সেটা যদি আমার শ্বশুরবাড়ির লোকদের চোখে পড়ে, তারা কীভাবে দেখবেন। নানা প্রশ্ন তৈরি হবে। সামাজিকভাবে আমি ক্ষতির মুখে পড়ব। মনে হচ্ছে, পরিকল্পিতভাবে কেউ আমাদের ক্ষতি করছে। এমনিতেই পরিবার, সংসার, অভিনয়, দেশের পরিস্থিতি— সবকিছু নিয়েই নানারকম মানসিক চাপ থাকেই। এর মধ্যে হঠকারিতামূলক কোনো নিউজ দেখলে মনে হয়, কেন অভিনেত্রী হলাম!”

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়