‘দরদ’ দেখতে প্রেক্ষাগৃহে যাবেন শাকিব, সঙ্গী একঝাঁক তারা
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
শাকিব খান
দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমা গত ১৫ নভেম্বর দেশের ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। একইসঙ্গে চলছে আমেরিকা, মালদ্বীপসহ বেশ ক’টি দেশে। আগামী ২২ নভেম্বর দেশের জনপ্রিয় তাকাদের নিয়ে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে যাবেন শাকিব খান।
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সিনেপ্লেক্সের একটি শাখায় রিমার্ক-হারল্যানের সৌজন্যে ‘দরদ’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ কারণে সিনেপ্লেক্সের তিনটি হলের সব টিকিট আগেই কেনা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, শাকিব খান ছাড়াও বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা বিশেষ এই প্রদর্শনীতে উপস্থিত থাকবেন। সিনেমাটি উপভোগ করে সুপারস্টার তার অনুভূতি ও সিনেমার কর্মপরিকল্পনা জানাবেন। রিমার্ক-হারল্যান পরিবারের সদস্যরাও সেদিন শাকিবের সঙ্গে বসে ‘দরদ’ উপভোগ করবেন।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও দর্শক ‘দরদ’ দেখতে প্রেক্ষাগৃহে যাচ্ছেন। এ কারণে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শাকিব বলেন, ‘‘প্রথমদিন থেকে ‘দরদ’ দেখতে প্রেক্ষাগৃহে ছুটে আসছেন দর্শক। তাদের কাছে আমার অসীম কৃতজ্ঞতা। বিভিন্ন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দর্শকদের অনুভূতি খেয়াল করছি। সাধারণ দর্শকদের পাশাপাশি শাকিবিয়ানদেরও ‘দরদ’ ভরা ভালোবাসা।”
অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। তা ছাড়াও অভিনয় করেছেন— বলিউডের রাহুল দেব। ওপার বাংলা থেকে রয়েছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন প্রমুখ।
ঢাকা/রাহাত/শান্ত