ঢাকা     বুধবার   ২৯ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১৫ ১৪৩১

শ্বেতা তিওয়ারি কি সত্যি বিয়ে করেছেন?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ২১ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:৫৫, ২১ নভেম্বর ২০২৪
শ্বেতা তিওয়ারি কি সত্যি বিয়ে করেছেন?

শ্বেতা ও বিশালের বিয়ের ভাইরাল ছবি

শ্বেতা তিওয়ারির পরনে লাল রঙের শাড়ি। গলায় ফুলের মালা, সিঁথিতে সিঁদুর। তার পাশে দাঁড়ানো টিভি অভিনেতা বিশাল আদিত্য সিং। তার গলায়ও ফুলের মালা। অন্য একটি ছবিতে দেখা যায়, একই পোশাকে চেয়ারে বসে খাতায় স্বাক্ষর করছেন শ্বেতা। তার পাশে দাঁড়ানো বিশাল। 

তা ছাড়াও সোশ্যাল মিডিয়ায় শ্বেতা-বিশালের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে বিয়ের রীতিনীতি পালন করতে দেখা যায় পলক তিওয়ারির মা শ্বেতাকে। নেটিজেনদের অনেকে নতুন জীবনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। তবে কেউ কেউ প্রশ্ন তুলেছেন— ফের বিয়ে করলেন শ্বেতা তিওয়ারি? কিন্তু সত্যিটা কী? 

স্বরা ভাস্করের বিয়ের ছবি

আরো পড়ুন:

দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, শ্বেতা তিওয়ারি ও বিশাল আদিত্যর বিয়ের ছবি ও ভিডিও ফেক। ২০২২ সালের জানুয়ারিতে রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। সেই ছবি এডিট করে শ্বেতা-বিশালের বিয়ের ছবি বানানো হয়েছে। মূলত, স্বরার শরীরে শ্বেতার মুখ আর স্বরার স্বামী ফাহাদের শরীরে বিশালের মুখ কৃত্রিমভাবে বসানো হয়েছে এবং পরিকল্পিতভাবে তা ছড়িয়ে দেওয়া হয়েছে।  

বিয়ের খবরে সোশ্যাল মিডিয়া জমে উঠলেও এ বিষয়ে মুখ খুলেননি শ্বেতা বা বিশাল। ‘খতরো কে খিলাড়ি’- এর ১১তম সিজনে একসঙ্গে অংশ নিয়েছিলেন বিশাল আর শ্বেতা। ‘বেগুসরাই’ নামে একটি শোয়ে বিশালের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন শ্বেতা। ব্যক্তিগত জীবনে তারা ভালো বন্ধু। 

এর আগে এক সাক্ষাৎকার বিশাল বলেছিলেন, “শ্বেতা তিওয়ারি দুর্দান্ত একজন সহ-অভিনেত্রী এবং বন্ধু। আমি সবসময় ওর সৌন্দর্যে মুগ্ধ হয়েছি। ‘বেগুসরাই’-এর শুটিং করার সময়ে আমি তো ফ্লার্ট করতাম, ও তিরস্কার করত। আমাকে দেখে হেসে বলত, ‘চলে যাও, তুমি একটা বাচ্চা।’ পরে আমার মায়ের ভূমিকায় অভিনয় করে। সেই থেকে আমি এখনো ওকে মা বলেই ডাকি।” 

১৯৯৮ সালে ভোজপুরী অভিনেতা রাজা চৌধুরীকে বিয়ে করেন শ্বেতা তিওয়ারি। পরে রাজার বিরুদ্ধে আদালতে নির্যাতনের মামলা করেন তিনি। ২০০৭ সালে রাজার সঙ্গে শ্বেতার বিবাহবিচ্ছেদ হয়। রাজা-শ্বেতা দম্পতির কন্যা পলক তিওয়ারি। এরই মধ্যে পলকেরও বলিউডে অভিষেক হয়েছে।

২০১৩ সালে অভিনেতা অভিনব কোহালির সঙ্গে সংসার পাতেন শ্বেতা। ২০১৬ সালে তাদের ঘর আলো করে আসে পুত্র রেয়ানশ। ২০১৯ সালে স্বামী অভিনব কোহলির বিরুদ্ধে এফআইআর দায়ের করেন শ্বেতা। একই বছরে দ্বিতীয় সংসারের ইতি টানেন ৪৪ বছর বয়সি এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়