ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

‘আমার বয়স ৩৫, আপনি কি ভাবছেন আমি সিঙ্গেল থাকব?’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ২১ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:২২, ২১ নভেম্বর ২০২৪
‘আমার বয়স ৩৫, আপনি কি ভাবছেন আমি সিঙ্গেল থাকব?’

বিজর দেবরকোন্ডা

রাশমিকা মান্দানার সঙ্গে প্রেমের গুঞ্জনে বহুবার খবরের শিরোনাম হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা বিজর দেবরকোন্ডা। এ জুটির প্রেম নিয়ে চর্চা তুঙ্গে থাকলেও তা স্বীকার করেননি তারা। এবার প্রেমের সম্পর্কে থাকার কথা স্বীকার করলেন বিজয়।

কার্লি টলসকে সাক্ষাৎকার দিয়েছেন বিজয় দেবরকোন্ডা। এ আলাপচারিতায় সম্পর্কে থাকার তথ্য নিশ্চিত করেন। পাশাপাশি জানান, সহকর্মীর সঙ্গেও সম্পর্কে ছিলেন ‘লাইগার’ অভিনেতা। এ সময় সঞ্চালকের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বিজর দেবরকোন্ডা বলেন, “আমার বয়স ৩৫, আপনি কি ভাবছেন আমি সিঙ্গেল থাকব?” কিন্তু কার সঙ্গে সম্পর্কে রয়েছেন সে বিষয়ে জানাননি।

বিজয়ের কাছে জানতে চাওয়া হয়, আপনি কি কখনো সহকর্মীর সঙ্গে প্রেম করেছেন? জবাবে বিজয় বলেন, “করেছি।” তবে হুটহাট কারো সঙ্গে সম্পর্কে জড়ান না বিজয়। রোমান্টিক কোনো সম্পর্কে জড়ানোর আগে তার সঙ্গে বুন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেন। বিজয়ের ভাষায়— “আমি আগেই ডেটে যাই না। দীর্ঘ সময় কাউকে জানার চেষ্টা করি, তারপর বন্ধুত্ব গড়ে তুলি।”

আরো পড়ুন:

বিজয়ের কাছে ভালোবাসার সজ্ঞা আলাদা। তার মতে— “আমি জানি ভালোবাসতে কেমন লাগে। আমি জানি, ভালোবাসা কী। আমি শর্তহীন ভালোবাসাকে জানি না। কারণ ভালোবাসা আসেই প্রত্যাশা নিয়ে। সুতরাং, আমার ভালোবাসা শর্তহীন নয়। নিঃশর্ত ভালোবাসা প্রত্যাশা করা ঠিক হবে কিনা তাও আমি জানি না।”

বিয়ের প্রসঙ্গ টানতেই বিজয় জানান, নারীর জন্য এটি অধিক চ্যালেঞ্জিং। তার ভাষায়— “কারো ক্যারিয়ারের মাঝে বিয়ে নিয়ে আসতে নেই। বিয়েটা মেয়েদের জন্য আরো কঠিন। আসলে আপনি যে পেশায় আছেন বিয়েটা তার ওপরেও নির্ভর করে।”

২০১৮ সাল ‘গীতা গোবিন্দম’ সিনেমায় প্রথম জুটি বেঁধে পর্দায় হাজির হন বিজয়-রাশমিকা। ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় সর্বশেষ দেখা যায় এ জুটিকে। এ দুটো সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে।

‘ডিয়ার কমরেড’, ‘গীতা গোবিন্দম’-এর মতো প্রেমের সিনেমার শুটিংয়ের সময় থেকে বিজয়ের সঙ্গে রাশমিকার বোঝাপড়া ভালো। সেই সময় থেকেই এ জুটিকে ঘিরে প্রেমের গুঞ্জনের সূত্রপাত। যদিও এ সম্পর্ক ‘বন্ধুত্বে’ সীমাবদ্ধ বলে দাবি তাদের। তবে জিমে যাওয়া, চুপিচুপি শহর ছেড়ে ছুটি কাটানো— তাদের কীর্তিকলাপ নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়