ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

দেশের নায়িকাদের শিডিউল পাচ্ছেন না শাকিব খান!

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ২৩ নভেম্বর ২০২৪   আপডেট: ১৫:৪৪, ২৩ নভেম্বর ২০২৪
দেশের নায়িকাদের শিডিউল পাচ্ছেন না শাকিব খান!

শাকিব খান

দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান অভিনীত কয়েকটি সিনেমা আলোচিত হয়েছে। এর মধ্যে অন্যতম ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’ সুপার হিটের তকমা পেয়েছে। এই নায়কের সর্বশেষ সিনেমা ‘দরদ। উল্লেখিত চার সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন যথাক্রমে ওপার বাংলার ইধিকা পাল, আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি, টলিউডের মিমি চক্রবর্তী, বলিউডের সোনাল চৌহান। শাকিবের সিনেমায় বিদেশি নায়িকাদের উপস্থিতি বেশি। স্বাভাবিক কারণে প্রশ্ন আসে, দেশের নায়িকা নয় কেন?

এবার এই প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন শাকিব খান নিজেই। বিদেশি নায়িকাদের সাথে কাজ নিয়ে প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘‘আমি নিজেই দেখি নায়িকাদের সিডিউল পাচ্ছি না। যেহেতু বছরের দুই তিনটা সিনেমা করি, তাই আমার সিডিউলও বেশি লাগে। কিন্তু আমাদের যারা দেশি নায়িকা আছে, তারা অনেক বেশি কাজ করে, এজন্য তাদের ব্যস্ত থাকতে হয়। তাদের শিডিউল পেলেই আবার কাজ করা হবে।”

দেশের নায়িকাদের বর্তমান চিত্র লক্ষ করলেই দেখা যায় অনেকেই বেকার সময় পার করছেন। সিনেমার কাজে তাদের খুব একটা দেখা যায় না। সেক্ষেত্রে শাকিব খানের এমন বক্তব্য অনেকটাই বেমানান। চলচ্চিত্র বোদ্ধাদের অনেকেই বলছেন শাকিব খান কৌশলে ভিনদেশী নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন।

আরো পড়ুন:

চলতি সপ্তাহে শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমাটি মুক্তি পায়। শাকিব-সোনাল চৌহান জুটির এই সিনেমাটি মুক্তির পরই নকলের অভিযোগ তোলেন অনেকে। 

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়