পুরস্কার পেলেন নির্মাতা সোহেল
পুরস্কার গ্রহণ করছেন রাকিবুল হাসান সোহেল (বাঁয়ে)
‘টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) অ্যাওয়ার্ড ২০২৪’-এ শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন নির্মাতা রাকিবুল হাসান সোহেল। নাট্যাঙ্গনে আর এইচ সোহেল নামে অধিক পরিচিত। গত ২৫ বছরের বেশি সময় ধরে একাধারে নাটক পরিচালনা ও প্রযোজনা করে আসছেন তিনি।
শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর বিজয় নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয় ‘২৫তম ট্র্যাব অ্যাওয়ার্ড-২০২৪’। রাজীব মণি দাস রচিত ‘কালো জামাই’ নাটকে অনবদ্য নির্মাণশৈলীর জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে রাকিবুল হাসান সোহেলকে এই পুরস্কার প্রদান করা হয়। তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ, সৈয়দ মার্গুব মোর্শেদ ও মীর হাসমত আলী।
কৃতজ্ঞতা প্রকাশ করে রাকিবুল হাসান সোহেল বলেন, “এই সম্মানে ভূষিত করার জন্য আমি অভিভূত এবং সকলের কাছে কৃতজ্ঞ। কাজের প্রতি ভালোবাসা, ভালো লাগা আমার সবসময়ই ছিল। আজ আরো বেড়ে গেল। আমি নিজেকে কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতে পছন্দ করি না। সব সময় দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে এবং বৈচিত্র্য আছে এমন গল্প নির্মাণ করতে চাই।”
এবারই প্রথম নয়, এর আগেও কাজের স্বীকৃতি পেয়েছেন আর এইচ সোহেল। ২০২৩ সালে ‘সেরা নির্মাতা’ হিসেবে ‘ইন্টারন্যাশনাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ পান তিনি। এটি যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়।
ঢাকা/রাহাত/শান্ত