ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

কিশোর কুমারকে চিনতেন না আলিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ২৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:২১, ২৫ নভেম্বর ২০২৪
কিশোর কুমারকে চিনতেন না আলিয়া

প্রখ্যাত সংগীতশিল্পী কিশোর কুমারকে চিনতেন না বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়ে এ তথ্য জানান আলিয়া ভাটের স্বামী রণবীর কাপুর। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা চলছে।

রবিবার (২৪ নভেম্বর) গোয়ায় অনুষ্ঠিত ভারতের ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির হন রণবীর কাপুর। কারণ এ উৎসবে তার দাদা রাজ কাপুরের জন্মশতবর্ষ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে কথা বলতে গিয়ে স্ত্রীকে নিয়ে এ মন্তব্য করেন রণবীর।

রণবীর কাপুর বলেন, “আমরা রাজ কাপুর ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করতে যাচ্ছি। সারা ভারতে আগামী ১৩ ডিসেম্বর শুরু হয়ে এ উৎসব চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। রাজ কাপুরের ১০টি সিনেমা দেখানো হবে। আশা করছি, আপনারা সিনেমাগুলো দেখবেন।”

আরো পড়ুন:

আলিয়ার উদাহরণ টেনে রণবীর কাপুর বলেন, “আমার মনে আছে, আলিয়ার (আলিয়া ভাট) সঙ্গে যখন প্রথম দেখা হয়, তখন সে জিজ্ঞাসা করেছিল— ‘কিশোর কুমার কে?’ এটিই জীবন চক্র, মানুষ ভুলে যায়। কিন্তু শিকড় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। শুধু রাজ কাপুরকে নয়, আরো অনেক নির্মাতা, অভিনেতা আছেন যাদের মনে রাখা উচিত, উদযাপন করা উচিত।”

রণবীর কাপুরের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। কিন্তু এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি আলিয়া ভাট।

আলিয়া ভাট অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিগরা’। অ্যাকশন ঘরানার এ সিনেমা পরিচালনা করেন ভাষণ বালা। ১১ অক্টোবর ভারতের ২ হাজার পর্দায় মুক্তি পায় এটি। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়