ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

নায়িকার সঙ্গে খলনায়কের বিয়ে!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ২৫ নভেম্বর ২০২৪  
নায়িকার সঙ্গে খলনায়কের বিয়ে!

তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা

গত বছর ‘বাহুবলি’খ্যাত নায়িকা তামান্না ভাটিয়া আর খলনায়ক বিজয় ভার্মার চুম্বনের ভিডিও ফাঁস হওয়ার পর হইচই পড়ে গিয়েছিল। পরবর্তীতে প্রেমের সম্পর্কে থাকার কথা স্বীকার করেন এই প্রেমিক যুগল। প্রেমকে পরিণয়ে রূপ দিতে জোর কদমে হাঁটছেন। আগামী বছর বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করেছেন আলোচিত এই জুটি।

১২৩তেলেগু ডটকমের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সালে সাতপাকে বাঁধা পড়ার পরিকল্পনা করেছেন তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। এরই মধ্যে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট খুঁজছেন তারা। কারণ বিয়ের পর নতুন বাড়িতে উঠার পরিকল্পনা করেছেন এই যুগল।

সূত্রের বরাত দিয়ে পিঙ্কভিলা জানিয়েছে, আগামী বছর বিয়ে করার পরিকল্পনা করেছেন বিজয়-তামান্না। সে অনুযায়ী প্রস্তুতিও শুরু করেছেন। স্বপ্নের বাড়িও খুঁজছেন তারা। তবে বিয়ের দিনক্ষণ এখনো জানা যায়নি। খুব শিগগির বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবন এই জুটি।

আরো পড়ুন:

তামান্না-বিজয়ের বিয়ে নিয়ে জোর চর্চা চলছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তবে এখনো মুখে কুলুপ এঁটেছেন তারা। এর আগে এক সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সি বিজয় ভার্মা বলেন, ‘আমি মারোয়ারি পরিবারের সন্তান। আমাদের গোষ্ঠীতে ১৬ বছর বয়স হলেই ছেলেকে বিবাহযোগ্য মনে করা হয়। সুতরাং বিয়ের চাপ আমার উপরে অনেক আগেই শুরু হয়েছে। আর সেখানে আমার বিয়ের বয়স তো পেরিয়ে গিয়েছে। তার উপর আমি আবার অভিনেতা!’

কঙ্কনা সেন শর্মা পরিচালিত অ্যান্থোলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ টু’। চারটি গল্প নিয়ে গড়ে উঠেছে এর গল্প। এতে অভিনয় করেন প্রেমিক জুটি তামান্না-বিজয়। মূলত, এ সিনেমার শুটিং সেটে তাদের প্রেমের গল্পের সূচনা।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়