ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

‘রোগা’ কাঞ্চনের জন্য কত মহিলা কাঁদে জানেন, প্রশ্ন স্ত্রী শ্রীময়ীর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ২৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১৫:১৫, ২৬ নভেম্বর ২০২৪
‘রোগা’ কাঞ্চনের জন্য কত মহিলা কাঁদে জানেন, প্রশ্ন স্ত্রী শ্রীময়ীর

কাঞ্চনের সঙ্গে শ্রীময়ী

৫৩ বছর বয়সে ২৬ বছরের ছোট অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করে দারুণ সমালোচনার মুখে পড়েন ভারতীয় বাংলা সিনেমার কমেডিয়ান কাঞ্চন মল্লিক। কয়েক দিন আগে কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন তারা। এরপর আবারো ট্রলের মুখে পড়েন এই দম্পতি।

‘রোগা’ কাঞ্চনকে কেন বিয়ে করলেন শ্রীময়ী? এ প্রশ্ন বহুবার শুনেছেন তিনি। এবার শ্রীময়ী জানালেন, কাঞ্চনকে যতই ‘রোগা’ বলা হোক না কেন, তার মহিলা অনুরাগীর সংখ্যা কম নয়।

টিভি নাইনকে সাক্ষাৎকার দিয়েছেন শ্রীময়ী-কাঞ্চন। এসময় শ্রীময়ী বলেন, “এই যে রোগা কাঞ্চনকে দেখছেন, কত মহিলা ওর জন্য কাঁদে জানেন? দুর্গাপূজায় দেখেছি, একজন হাউহাউ করে কাঁদতে কাঁদতে চেয়ার থেকে পড়ে গেলেন। বলে উঠলেন, কাঞ্চন তুমি আমার…।”

আরো পড়ুন:

স্ত্রী শ্রীময়ী যখন এসব কথা বলেন, কাঞ্চন তখন তার পাশের চেয়ারে বসা। স্ত্রীর মুখে এসব কথা শুনে লজ্জায় লাল হয়ে যান তিনি। এরপরই কাঞ্চন বলেন, “না না, এসব ভুল। আমার এসব কিছু নেই।”

শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বয়সের ব্যবধান অনেক। জেনারেশন গ্যাপ থাকার পরও শ্রীময়ীকে কেন জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন? এ প্রশ্নের জবাবে কাঞ্চন মল্লিক বলেন, “মানুষ একটু ভালো থাকতে চায়, শান্তিতে বাঁচতে চায়। আমি ট্রলড হই ঠিকই। কিন্তু আমি যখন একা থাকি, এরা আমার পাশে থাকেন না। যে সময়ে একা ছিলাম, পাশে দুটো লোকের দরকার ছিল। ‘কেমন আছো?’ এটা জিজ্ঞাসা করার লোক দরকার ছিল, সেই সময় যে ছিল (শ্রীময়ীর দিকে তাকিয়ে) তাকেই ভরসা করেছি। বাবা-মা চলে যাওয়ার পর যাকে পেয়েছিলাম, তাকেই চেয়েছি।”

অভিনেত্রী অনিন্দিতা দাসকে ভালোবেসে প্রথম সংসার বেঁধেছিলেন কাঞ্চন মল্লিক। ২০১০ সালে ভেঙে যায় এ সংসার। তাদের সাড়ে সাত বছরের সংসার ছিল। এরপর পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন। গত ১০ জানুয়ারি ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা।

দ্বিতীয় সংসার ভাঙার এক মাসের মাথায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন কাঞ্চন। গত ১৪ ফেব্রুয়ারি ২৭ বছর বয়সি এই অভিনেত্রীকে রেজিস্ট্রি বিয়ে করেন তিনি। এরপর সামাজিক রীতি মেনে শ্রীময়ীকে ঘরে তুলেন কাঞ্চন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়