ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৮ বছরের পুত্রকে হারালেন বলিউড নির্মাতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ২৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:০১, ২৭ নভেম্বর ২০২৪
১৮ বছরের পুত্রকে হারালেন বলিউড নির্মাতা

জলজ ধীর, অশ্বিনী ধীর

১৮ বছর বয়সি পুত্রকে হারালেন বলিউড নির্মাতা অশ্বিনী ধীর। ২৩ নভেম্বর ভোর রাতে মুম্বাইয়ে এক সড়ক দুর্ঘটনায় মারা যান জলজ ধীর। পুত্রের মৃত্যুতে ভেঙে পড়েছেন ‘সন অব সরদার’খ্যাত নির্মাতা অশ্বিনী। দ্য ফ্রি প্রেস জার্নাল এ খবর প্রকাশ করেছে।

অমর উজালা এক প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ের পূর্ব গোরেগাঁও জলজের বাড়িতে তার আরো তিন বন্ধু ছিলেন। রাত সাড়ে ৩টা পর্যন্ত ভিডিও গেম খেলার পর ড্রাইভে বের হন তারা। খাবার খেতে বান্দ্রার সিদগি নামে এক স্থানে থামেন। রাত ৪টা ১০ মিনিটের দিকে গাড়িতে করে ফেরার জন্য রওনা দেন। এসময় গাড়ি ড্রাইভ করছিলেন জলজের বন্ধু সাহিল। ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের ভিলে পার্লে পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারান সাহিল, গাড়ি গিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়।

আরো পড়ুন:

দুর্ঘটনায় সাহিল ও জিমি অল্প আঘাত পেলেও জলজ ও সার্থক গুরুতর আহত হন। পরে দ্রুত জলজকে নিয়ে যাওয়া হয় পূর্ব যোগেশ্বরীর ট্রমা হাসপাতালে। এরপর তাকে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জলজকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সার্থককে বান্দ্রার ভাবা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

গাড়ি চালানোর সময়ে মদ্যপ ছিলেন সাহিল। গাড়ির গতি ছিল ১২০-১৫০ কি.মি.। এরই মধ্যে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে সাহিল ও জিমিকে। তারা মদ্যপ ছিলেন কিনা তা শনাক্ত করতে রক্তের স্যাম্পল নিয়েছে পুলিশ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়