ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

যারা বিন বাজাচ্ছেন তারা হাসিনার পলায়নের দৃশ্যটা মনে করেন: ফারুকী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ২৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:০৮, ২৭ নভেম্বর ২০২৪
যারা বিন বাজাচ্ছেন তারা হাসিনার পলায়নের দৃশ্যটা মনে করেন: ফারুকী

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

চট্টগ্রামে সাবেক ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এরপরই আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুরের ঘটনা ঘটে। এতে এক আইনজীবীর মৃত্যু হয়। বিষয়টি এখন ‘টক অব দ্য কান্ট্রিতে’ রূপ নিয়েছে।

আইনজীবী হত্যার ঘটনাকে কেন্দ্র করে নানা মহলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে চর্চা চলছে। আলাদা আলাদা শিবিরে বিভক্ত হয়েছেন নেটিজেনরাও। এ পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন মোস্তফা সরয়ার ফারুকী। তাতে তিনি লেখেন, “দেশের ভেতরে এবং বাইরে বসে যারা বিন বাজাচ্ছেন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, তাদের কেবল হাসিনার পলায়নের দৃশ্যটা মনে করতে বলব।”

আরো পড়ুন:

সবাইকে সংযত থাকার অনুরোধ জানিয়ে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, “একই সাথে সবার প্রতি আহ্বান, আমরা যেন একটু সংযমের পরিচয় দেই। আজকে (২৬ নভেম্বর) চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় অপরাধীদের ধরার জন্য আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী যথেষ্ট। আসুন আমরা জাস্ট সজাগ থাকি, এক থাকি।”

গতকাল চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও আইনজীবীকে হত্যার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে অন্তত ২৭ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত নগরীর কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়