ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুরস্কৃত হলেন তানভীর তারেক

প্রকাশিত: ১৬:৪১, ২৭ নভেম্বর ২০২৪  
পুরস্কৃত হলেন তানভীর তারেক

পুরস্কার গ্রহণ করছেন তানভীর তারেক

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’ পেলেন সংগীত পরিচালক তানভীর তারেক। সেরা সংগীত পরিচালক হিসেবে পুরস্কারটি পেয়েছেন তিনি।

সম্প্রতি নিউ ইয়র্কের ম্যারিয়ট হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়। নারী উদ্যোক্তা এশা রহমানের হাত থেকে সম্মাননা স্মরক গ্রহণ করেন তানভীর তারেক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সোনিয়া শারমিন ও সাদিয়া খন্দকার।

আরো পড়ুন:

তানভীর তারেক বলেন, “আমার কাছে যেকোনো পুরস্কারই নিজের কাজকে চ্যালেঞ্জ করে। অর্থাৎ নতুন তাড়না তৈরি করে যে, আমাকে এর চেয়েও আরো ভালো করতে হবে। এ নিয়ে আমার দ্বিতীয়বার আইকনিক অ্যাওয়ার্ড প্রাপ্তি। সেক্ষেত্রে আমি বলব, পুরো আয়োজনটি ছিল অসাধারণ ও নজরকাড়া। প্রতিটি পর্ব ছিল গোছানো। বাংলাদেশের শোবিজ নিয়ে প্রথম কোনো অ্যাওয়ার্ড এটি, যা ধারাবাহিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে আয়োজন করা হচ্ছে। আমি এটিকে সাধুবাদ জানাই।”

এর আগে ঢাকায় তিনবার ও কলকাতায় দুইবার অনুষ্ঠিত হয়েছে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এবার ৬ষ্ঠ আসর বসেছিল যুক্তরাষ্ট্রে। এ পুরস্কারের সপ্তম আসর বসবে কাতারে। অনুষ্ঠানটির আয়োজক পিয়াল হোসেন, লিটন আহমেদ ও হাসানুজ্জামান সাকী। প্রধান পৃষ্ঠপোষেক হিসেবে ছিলেন আশা গ্রুপ ও এটিভি ইউএসএ’র কর্ণধার আকাশ রহমান।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়