ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, ক্ষমা চাইলেন স্ত্রী

প্রকাশিত: ১৮:১৪, ২৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:২৪, ২৭ নভেম্বর ২০২৪
নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, ক্ষমা চাইলেন স্ত্রী

স্ত্রীর সঙ্গে নিরব

চিত্রনায়ক নিরব বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ঠিক এই সময়ে তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনলেন স্ত্রী তাহের চৌধুরী ঋদ্ধি। মঙ্গলবার (২৬ নভেম্বর) মধ্যরাতে ফেসবুক পোস্টে এই গুরুতর অভিযোগ তোলেন। এবার সেই অভিযোগ তুলে নিয়ে, ফেসবুক পোস্টের জন্য ক্ষমা চাইলেন ঋদ্ধি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিরবের স্ত্রীর তোলা অভিযোগটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপর গণমাধ্যমে নিরব-ঋদ্ধির ভাঙনের গুঞ্জন নিয়ে খবরও প্রচার হয়। কিন্ত ঘণ্টাখানেক পরই ঋদ্ধি সেই পোস্ট মুছে ফেলেন। এরপর নিরবের বিরুদ্ধে আনা সব অভিযোগ তুলে নিয়ে তিনি জানান, পরকীয়ায় জড়িত নন নিরব।

আরো পড়ুন:

এরপর রাতে দেওয়া পোস্টের জন্য ক্ষমা চেয়ে ফেসবুকে ঋদ্ধি লিখেন, “গতকাল রাতে দেওয়া আমার প্রথম পোস্টের জন্য ক্ষমা চাই। সে (নিরব) আমার সঙ্গে প্রতারণা করেনি। নিরবের এক প্রাক্তন তাকে মেসেজ দিয়েছিল। এটা ছিল একপাক্ষিক যোগাযোগ। হিট অব দ্য মোমেন্টে স্ট্যাটাস দিয়েছিলাম। প্রাক্তনের যোগাযোগ প্রসঙ্গে নিরবের কোনো দায় নেই। তাই এটা পরকীয়া সম্পর্ক নয়।”

সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোতে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন নিরব। সেখানে বিভিন্ন স্টেজ শোতে পারফর্ম করার কথা রয়েছে তার। এর মাঝেই স্ত্রীর অভিযোগকে কেন্দ্র করে তাদের বিচ্ছেদের গুঞ্জন তৈরি হয়।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়