ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

সত্যি কি ৭০ কোটি টাকায় নাগা-শোভিতার বিয়ের ভিডিও বিক্রি?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ২৮ নভেম্বর ২০২৪   আপডেট: ০৮:৩৯, ২৮ নভেম্বর ২০২৪
সত্যি কি ৭০ কোটি টাকায় নাগা-শোভিতার বিয়ের ভিডিও বিক্রি?

অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোভিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও কখনো মুখ খুলেননি তারা। গুঞ্জন মাথায় নিয়েই গত ৮ আগস্ট এ জুটি বাগদান সারেন।

আগামী ডিসেম্বর মাসে সাতপাকে বাঁধা পড়বেন নাগা চৈতন্য ও শোভিতা ঢুলিপালার। আপাতত বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত তারা। এরই মাঝে খবর চাউর হয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের কাছে বিয়ের ভিডিও বিক্রি করে দিয়েছেন নাগা-শোভিতা। ৫০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৭০ কোটি ৯৪ লাখ টাকার বেশি) প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন। এ নিয়ে ভারতীয় একাধিক সংবাদমাধ্যমও খবর প্রকাশ করেছে। কিন্তু সত্যি কি বিয়ের ভিডিও বিক্রি করেছেন নাগা-শোভিতা?

এ বিষয়ে কথা বলতে পিঙ্কভিলা যোগাযোগ করে নাগা-শোভিতার ঘনিষ্ঠ একজনের সঙ্গে। সূত্রটি বলেন, “এই খবর পুরোপুরি মিথ্যা। তাদের বিয়ের ভিডিও বিক্রির খবরটি অনুমান নির্ভর। ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন নাগা চৈতন্য ও শোভিতা। এতে দুই পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা উপস্থিত থাকবেন। আনন্দের এই বিয়ের উৎসব ব্যক্তিগত ও গোপন রেখে আক্কিনেনি পরিবারের উত্তরাধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তারা।”

আরো পড়ুন:

এর আগে ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, আগামী ৪ ডিসেম্বর হায়দরাবাদে বিয়ে করবেন নাগা চৈতন্য ও শোভিতা। পারিবারিক সূত্রেপ্রাপ্ত অন্নপূর্ণা স্টুডিওসে বসবে বিয়ের আসর। সেখানে বিশেষভাবে তৈরি করা হবে মণ্ডপ। আর সেখানেই বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

নাগা-শোভিতার বিয়ের দিন-তারিখ নিয়ে নানা সময়ে নানা খবর প্রকাশ্যে এসেছে। কিছুদিন আগে তাদের বিয়ের কার্ড অন্তর্জালে ভাইরাল হয়। তাতেও বিয়ের দিন ৪ ডিসেম্বর উল্লেখ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি নাগা কিংবা শোভিতা।

বলিউড সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন অভিনেত্রী শোভিতা ঢুলিপালার। পরবর্তী তেলেগু, তামিল, মালায়ালাম ভাষার বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। তার কাজের ঝুলিতে জমা পড়েছে ‘পোনিয়িন সেলভান’-এর মতো সিনেমা।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়