ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

আদিত্যর ধর্মান্তর, পরকীয়া নিয়ে মুখ খুললেন স্ত্রী জরিনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৬, ৩০ নভেম্বর ২০২৪   আপডেট: ০৮:২৪, ৩০ নভেম্বর ২০২৪
আদিত্যর ধর্মান্তর, পরকীয়া নিয়ে মুখ খুললেন স্ত্রী জরিনা

বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চোলি ব্যক্তিগত জীবনে ভালোবেসে ঘর বেঁধেছেন অভিনেত্রী জরিনা ওয়াহাবের সঙ্গে। আদিত্য হিন্দু আর জরিনা মুসলিম। তা ছাড়া আদিত্যর চেয়ে বয়সে ৬ বছরের বড় অভিনেত্রী জরিনা। ফলে এ জুটির প্রেমের পথে কাঁটা কম ছিল না। তবে সব বাধা পেরিয়ে ৩৬ বছরের বেশি সময় ধরে সংসার করছেন তারা।

দুই ধর্মের দু’জন মানুষ বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ায় নানারকম সমালোচনার মুখে পড়েছিলেন আদিত্য-জরিনা। অনেকে মন্তব্য করেছিলেন— “এ সংসার পাঁচ মাসের অধিক টিকবে না।” এছাড়া আদিত্য পাঞ্চোলি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? এ প্রশ্ন এখনো অনেকের। কয়েক দিন আগে লেহরেন রেট্রো-কে দেওয়া সাক্ষাৎকারে এসব বিষয়ে কথা বলেছেন জরিনা ওয়াহাব।

মানুষের সমালোচনার প্রসঙ্গ টেনে জরিনা ওয়াহাব বলেন, “আমি যখন তাকে বিয়ে করি, তখন সবাই বলেছে— ‘সে সুদর্শন, কম বয়সি। সুতরাং পাঁচ মাসের বেশি এ বিয়ে টিকবে না।’ কিন্তু আমাদের ৩৬ বছর পার হয়ে গেছে।”

আরো পড়ুন:

বিয়ের সময়ে আদিত্য পাঞ্চোলি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? এ প্রশ্নের জবাবে জরিনা ওয়াহাব বলেন, “সে ধর্মান্তরিত হয়নি। তবে মুসলিম রীতি মেনে বিয়ের সময়ে নাম বদল করতে হয়েছিল, সেটা সে করেছিল।”

ধর্মীয় রীতি পালনের বিষয়টি উল্লেখ করে জরিনা ওয়াহাব বলেন, “আমার বাড়িতে অনেক মন্দির রয়েছে। আমি নামাজ আদায় করি। ধর্মীয় বিষয়ে আমরা ভেদাভেদ করি না, আমাদের কোনো পার্থক্য নেই। আমাদের যা যা দরকার সব আছে। আমার শ্বশুর বাড়ির লোকজনও ভালো, সেখানেও কোনো বাধা নেই।”

১৯৮৬ সালে বিয়ে করেন আদিত্য ও জরিনা। এ সংসারে তাদের দুটো সন্তান রয়েছে। কিন্তু ১৯৯৩ সালে পূজা বেদির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আদিত্য। পরে আদিত্যর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন পূজা। ২০০৪ সালে কঙ্গনা রাণৌতের সঙ্গে ফের বিবাহ-বহিৰ্ভূত সম্পর্কে জড়ান ‘ইয়েস বস’ অভিনেতা আদিত্য। কঙ্গনাও তার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করেছিলেন।

স্বামীর বিবাহ-বর্হিভূত সম্পর্ক নিয়েও কথা বলেছেন ৬৫ বছর বয়সি জরিনা ওয়াহাব। এসব সম্পর্কের বিষয়ে জানতেন তিনি। তার ভাষায়— “নির্মলের (আদিত্য পাঞ্চোলির আসল নাম) বিবাহ-বহিৰ্ভূত সব সম্পর্কের বিষয়েই জানতাম। সেসব নিয়ে মাথা ঘামাতাম না। আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল, ও আমার সঙ্গে কেমন ব্যবহার করছে। আর ওকে এসব সম্পর্ক নিয়ে কখনো প্রশ্নও করিনি। কারণ এসব নিয়ে প্রশ্ন তুললেই ওর সব ভয়-লজ্জা কেটে যেত। তাই ও যা করছিল, সে ব্যাপারে আমি আগে থেকেই নিজেকে প্রস্তুত রেখেছিলাম।”

আদিত্যর পরকীয়া প্রেমিকাদের শারীরিক নির্যাতনের বিষয়ে জরিনা ওয়াহাব বলেন, “আদিত্য খুবই নম্র স্বভাবের মানুষ, ভীষণ মিষ্টি। বাড়িতে কোনোদিন তেমন ঝামেলা করেননি, গায়ে হাত তোলা তো দূরের কথা। ওর সেসব প্রেমিকারা হয়তো ওর কাছ থেকে চাহিদামতো কিছু পায়নি, তাই এমন অভিযোগ করেছিল!”

তথ্যসূত্র: নিউজ১৮, সিয়াসাত ডটকম

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়