ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিষেকের যে জ্ঞান নিমরতকে মুগ্ধ করেছে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ৩০ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:৫২, ১ ডিসেম্বর ২০২৪
অভিষেকের যে জ্ঞান নিমরতকে মুগ্ধ করেছে

অভিষেক, নিমরত কৌর

বেশ কিছুদিন ধরেই বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অভিষেক, ঐশ্বরিয়া ও নিমরতের নাম। ‘গুরু’ সিনেমার শুটিংয়ের সময় থেকে অভিষেক ও ঐশ্বরিয়ার প্রেমের শুরু। ২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন এই তরকা জুটি। ২০১১ সালে ঐশ্বরিয়া ও অভিষেকের ঘর আলো করে আসে কন্যাসন্তান আরাধ্যা। কিন্তু শোনা যাচ্ছে এই সংসার ভাঙতে চলেছে। আর তখনই এসেছে নিমরত কৌরের নাম।

২০২২-এ ‘দসভি’ সিনেমার শুটিং থেকেই নাকি অভিষেক ও নিমরতের বন্ধুত্ব গড়ে উঠেছে। অনেকের ধারণা এ শুধু বন্ধুত্ব, একজনকে নিয়ে আরেকজনের মুগ্ধতার প্রকাশ শুধুমাত্র বন্ধুত্বের পরিচয় বহন করে না, এই সম্পর্ক তারও বেশি কিছু। অর্থাৎ প্রেমে জড়িয়েছেন এই জুটি! তাদের সম্পর্কের গভীরতা ধরা পড়েছে বেশ কিছু সাক্ষাৎকারে। 

আরো পড়ুন:

নিমরত কর ভারতীয় গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, অভিষেকের একটি জ্ঞান তাকে মুগ্ধ করেছে। তাহলো খাওয়াদাওয়া নিয়ে নাকি অভিষেকের বিশেষ আগ্রহ রয়েছে। কোন শহরের কোন গলিতে কী খাবার পাওয়া যায়,  তা জানেন অভিষেক। 

দসভি সিনেমার প্রচারের সময় তারা যেখানে যেখানে গিয়েছেন, সেখানে সেখানে অভিষেকের পছন্দের খাবার খেয়েছেন। নিমরত নিজেও নাকি খেতে খুব ভালোবাসেন।

উল্লেখ্য, অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্যের মেয়াদ প্রায় ১৫ বছর জেনে একটি টেলিভিশনে সাক্ষাৎকারে বিস্ময় প্রকাশ করেছিলেন নিমরত। যা ঐশ্বরিয়া ভক্তরা ভালোভাবে গ্রহণ করেননি।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়