ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

যৌন হেনস্তার অভিযোগে শরদের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ১ ডিসেম্বর ২০২৪  
যৌন হেনস্তার অভিযোগে শরদের বিরুদ্ধে মামলা

শরদ কাপুর

যৌন হয়রানির অভিযোগে বলিউড অভিনেতা শরদ কাপুরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মুম্বাইয়ের খার থানায় মামলাটি দায়ের করেছেন ৩২ বছর বয়সি এক নারী। শনিবার (১ ডিসেম্বর) মুম্বাই পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

থানা পুলিশের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে শরদ কাপুর ওই নারীকে তার খারের বাসায় আমন্ত্রণ জানায়। মূলত, নতুন কোনো ফিল্মের প্রজেক্ট নিয়ে কথা বলতে তাকে আমন্ত্রণ জানায় শরদ কাপুর। এরপর ওই নারীকে তার বেডরুমে যেতে বলেন, তার সঙ্গে অযাচিত আচরণ করেন এবং তাকে জোরপূর্বক স্পর্শ করেন।

পুলিশের এক কর্মকর্তা বলেন, “এ ঘটনার পর শরদের বাড়ি থেকে চলে যান ওই নারী। এরপর ওই নারীর হোয়াটসঅ্যাপে আপত্তিকর ভাষায় মেসেজ পাঠান শরদ। ফেসবুকের মাধ্যমে অভিনেতা শরদের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরে তারা ভিডিও কলে কথা বলেন।”   

আরো পড়ুন:

শরদ কাপুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪এ এবং ৫০৯ ধারায় মামলাটি রেজিস্ট্রি হয়েছে।

৪৮ বছর বয়সি শরদ তার অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দিয়েছেন। এর মধ্যে উল্লেখ্যযোগ্য সিনেমা হলো— ‘জয় হো’, ‘তামান্না’, ‘জোশ’, ‘জানি দুশমন’ প্রভৃতি। ‘জোশ’ সিনেমায় বলিউড বাদশা শাহরুখ ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে পর্দা ভাগ করে নেন এই অভিনেতা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়