ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

শাকিবের ‘দরদ’ নিচ্ছে না পাকিস্তান

প্রকাশিত: ১৬:৫৬, ৩ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৬:৫৭, ৩ ডিসেম্বর ২০২৪
শাকিবের ‘দরদ’ নিচ্ছে না পাকিস্তান

‘দরদ’ সিনেমার দৃশ্য

দেশের পাশাপাশি ভারতে অহরহ মুক্তি পাচ্ছে বাংলাদেশের সিনেমা। সম্প্রতি পাকিস্তানেও বাংলাদেশের সিনেমার বাজার তৈরি হয়েছে। গত ঈদে বাংলাদেশের ‘মোনা: জ্বীন-২’ পাকিস্তানের লাহোর, করাচি, ইসলামাবাদসহ বিভিন্ন প্রদেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরপর শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা পাকিস্তানের ৪৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সর্বশেষ ‘দরদ’ সিনেমা পাকিস্তানে মুক্তি পাওয়ার কথা থাকলেও মুখ ফিরিয়ে নেয় দেশটির প্রদর্শকরা।

সূত্রের খবরে জানা যায়, পাকিস্তানের প্রদর্শকরা ‘দরদ’ সিনেমার প্রিভিউ কপি দেখে না নেয়ার সিদ্ধান্ত নেন।

শাকিব খানের প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ বাংলাদেশের ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়ে সিনেমাটি। সিঙ্গেল স্ক্রিনেও শুরুটা খারাপ ছিল না। কিন্তু দুই দিন পার না হওয়ার আগেই দর্শক খরায় পড়ে।

আরো পড়ুন:

‘দরদ’ সিনেমায় দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। ফাতিমা চরিত্রে তার নায়িকা বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো–থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। সিনেমার কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। সিনেমাটির প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। সহপ্রযোজক (হিন্দি) হিসেবে আছেন করণ শাহ (ওয়ান ওয়ার্ল্ড মুভিজ)। বিশ্বজুড়ে পরিবেশন করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।  

শাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও এতে অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, তানভীর তারেক, জাকির হোসাইন, ফারহান খান রিও এবং বিশ্বজিৎ চক্রবর্তী।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়