ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

আরশ-তিশার ‘আহত ভালোবাসার ঘ্রাণ’

প্রকাশিত: ১৮:১৪, ৩ ডিসেম্বর ২০২৪  
আরশ-তিশার ‘আহত ভালোবাসার ঘ্রাণ’

তাসনুভা তিশা ও আরশ খান

কিছুদিন আগে ‘আহত ভালোবাসার ঘ্রাণ’ শিরোনামে একটি একক নাটকে জুটি বেঁধে অভিনয় করেন আরশ খান ও তাসনুভা তিশা। এবার মিনারা ফিল্মের ইউটিউব চ্যানেলে মুক্তি পেল নাটকটি।

নাটকটি নির্মাণ করেছেন এম এইচ রাসেল। রচনা, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সিফাত হোসেন। আরশ খান ও তাসনুভা তিশা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন বাসার বাপ্পি, শম্পা নিজাম, মিলি মুন্সি, রুবাইয়া আরফিন প্রমুখ।

এ নাটক প্রসঙ্গে নির্মাতা এম এইচ রাসেল বলেন, “আহত ভালোবাসার ঘ্রাণ’ নাটকটি প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা করি, নাটকটা খুবই ভালো যাবে। নাটকটির গল্প অনেক সুন্দর।”

আরো পড়ুন:

মাতৃভূমি হার্ট কেয়ার নিবেদিত নাটকটি প্রযোজনা করেছেন জীশান সুলতানুজ জামান।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়