ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা কে?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৭, ৪ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৮:২০, ৪ ডিসেম্বর ২০২৪
বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা কে?

বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতার তকমা সময়ের সঙ্গে বদলে যায়। কিন্তু ‘দঙ্গল’ সিনেমায় মিস্টার পারফেকশনিস্ট আমির খানের পারিশ্রমিক এখনো অবিশ্বাস্য হয়ে আছে! ২০১৬ সালে ব্লকবাস্টার এই সিনেমা থেকে যে পরিমাণ অর্থ নেন, তা বলিউড ইন্ডাস্ট্রিতে রেকর্ড গড়ে।

‘দঙ্গল’ সিনেমায় অভিনয়ের জন্য ৩৫ কোটি রুপি পারিশ্রমিক নেন আমির খান। পাশাপাশি সিনেমাটির লভ্যাংশ থেকে ৩৩ শতাংশ নেওয়ার চুক্তি করেন। ‘দঙ্গল’ মুক্তির পর শুধু ভারতে আয় করে ৫০০ কোটি রুপি। প্রথম মুক্তির সময়ে বিদেশে আয় করে ১০০ কোটি রুপি। ৪২০ কোটি রুপি থেকে আমির খান লভ্যাংশ নেন ১৪০ কোটি রুপি। এতে করে আমির খানের মোট আয় হয় ১৭৫ কোটি রুপি।

আরো পড়ুন:

২০১৭ সালে চীনে মুক্তি পায় ‘দঙ্গল’ সিনেমা। দেশটির বক্স অফিসে সিনেমাটি দারুণ হিট করে। সেখানে ২০০ মিলিয়ন রুপি আয় করে এটি। সেখান থেকে ১০০ কোটি রুপি লভ্যাংশ পান আমির খান। ‘দঙ্গল’ সিনেমা থেকে আমির খান মোট আয় করেন ২৭৫ কোটি রুপি; যা বলিউডের অনেক সিনেমার মোট বাজেটের চেয়েও বেশি।

আমির খানের আত্মত্যাগ এবং কোয়ালিটি তাকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ তৈরি করেছে। ‘গজনি’ সিনেমার মাধ্যমে আমির খান প্রথম ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘ধুম থ্রি’ সিনেমার রেকর্ড ভাঙেন। ‘দঙ্গল’ সিনেমা মুক্তির পর আমির খান নিয়ে আসেন ‘থাগস অব হিন্দুস্তান’, ‘লাল সিং চাড্ডা’। কিন্তু এ দুটো সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বক্স অফিসে টানা ব্যর্থ হয়েছেন আমির খান। তারপরও বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা তিনি। তার মোট সম্পদের পরিমাণ ১ হাজার ৮৬২ কোটি রুপি।  

আমির খান গত কয়েক বছর ধরে রুপালি পর্দায় অনিয়মিত। এখন রাজত্ব করছেন বলিউড বাদশা শাহরুখ খান ও সালমান খান। নিয়মিত অভিনয় করছেন অক্ষয় কুমারও। কিন্তু তারা কে কত পারিশ্রমিক পাচ্ছেন? ফোর্বস ইন্ডিয়ার তথ্য অনুসারে, শাহরুখ খান পারিশ্রমিক নিচ্ছেন ১৫০-২৫০ কোটি রুপি, আমির খানের ১০০-২৭৫ কোটি রুপি, সালমান খানের ১০০-১৫০ কোটি রুপি, অক্ষয় কুমারের ৬০-১৪৫ কোটি রুপি।  

তথ্যসূত্র: সিয়াসাত ডটকম, ফোর্বস ইন্ডিয়া

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়