ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

সামান্থার শোক, নাগার সুখ: বিয়ের ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ৪ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:৩৪, ৪ ডিসেম্বর ২০২৪
সামান্থার শোক, নাগার সুখ: বিয়ের ছবি ভাইরাল

নাগা-সামান্থার বিয়ের ভাইরাল ছবি

সামান্থা রুথ প্রভুর সঙ্গে সংসার ভাঙার পর অভিনেত্রী শোভিতার সঙ্গে সম্পর্কে জড়ান নাগা চৈতন্য। কয়েক মাস আগে বাগদান সারেন তারা। বুধবার (৪ ডিসেম্বর) রাতে সাতপাকে বাঁধা পড়বেন নাগা-শোভিতা। এরই মাঝে সামান্থা-নাগার বিয়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

২০১৭ সালের অক্টোবরে বিয়ে করেন নাগা-সামান্থা। একই বছরের ২৩ নভেম্বর ছিল নাগার জন্মদিন। বিয়ের পর স্বামী নাগা চৈতন্যকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বিয়ের একটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন সামান্থা। ছবিটি এখনো তার ইনস্টাগ্রামে শোভা পাচ্ছে। মূলত, সেই ছবি আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এ ছবিতে দেখা যায়, সামান্থার পরনে সাদা রঙের গাউন। তার হাতে ফুলের তোড়া। অন্যদিকে, নাগা চৈতন্যর পরনে কালো রঙের স্যুট-কোট। নাগাকে জড়িয়ে ধরে চুম্বন করছেন সামান্থা। সামান্থা-নাগার বিয়ে হিন্দু এবং খ্রিস্টান রীতিতে হয়েছিল। খ্রিস্টান রীতিতে বিয়ে সম্পন্ন করার পর এ ছবি তুলেছিলেন তারা।

আরো পড়ুন:

ছবিটিতে সামান্থা ভক্তরা কমেন্ট করেছেন। ঋতিকা নামে একজন লেখেন, “ছবিটি কেন আমার ওয়ালে আসলো?” রিয়া কান্নার একটি ইমোজি দিয়েছেন। শিল্পা রাজপুত লেখেন, “ছবিটি কেন আমার ওয়ালে? শক্ত হোন স্যাম (সামান্থা)। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। আপনি আরো ভালো কিছুর যোগ্য।” আরেকজন লেখেন, “চিন্তা করবেন না, ঈশ্বরের পরিকল্পনা অনেক পরিপক্ক। শক্ত হোন স্যাম।” বরুণ লেখেন, “পৃথিবীতে চিরস্থায়ী বলতে কিছু নেই।” কেউ কেউ বলছেন, “কয়েক দিন আগে বাবাকে হারিয়েছেন সামান্থা। তার এই শোকের মাঝে নাগার বিয়ে।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।

তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ নামের সিনেমার সেটে প্রথম পরিচয় নাগা-সামান্থার। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। তাদের প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনাও কম হয়নি।

সবকিছুর অবসান ঘটিয়ে ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলোচিত নাগা ও সামান্থা। ২০২১ সালের ২ অক্টোবর ডিভোর্সের ঘোষণা দেন এই তারকা দম্পতি।

বিয়েবিচ্ছেদের পর সামান্থা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এরই মাঝে মায়োসাইটিস নামে এক জটিল রোগে আক্রান্ত হন; এখনো পুরোপুরি সুস্থ নন। তবে শারীরিকভাবে অনেকটা ফিট হওয়ায় ধীরে ধীরে কাজে ফিরছেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়