অভিমান ভুলে বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কা চোপড়া
২০১৮ সালে মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তারপর স্বামীর সঙ্গে মার্কিন মুলুকে স্থায়ীভাবে বসবাস করছেন এই ‘দেশি গার্ল’। ২০১৯ সালে মুক্তি পায় প্রিয়াঙ্কা অভিনীত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমা। এটি তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা।
দীর্ঘ পাঁচ বছর ধরে বলিউডে অনুপস্থিত প্রিয়াঙ্কা। মাঝে মধ্যে নিজ দেশ ভারতে যান ছুটি কাটাতে কিংবা বিশেষ কোনো কাজে। তার ভক্তরা চেয়েছেন বলিউডে ফিরুক তাদের প্রিয় অভিনেত্রী। কিন্তু হলিউডের কাজ নিয়ে ব্যস্ত থেকেছেন এই নায়িকা। গত বছর প্রিয়াঙ্কা জানিয়েছিলেন— বলিউডে তাকে কোণঠাসা করে ফেলা হয়েছিল; যার ফলে এই ইন্ডাস্ট্রি ছেড়ে দেন এই অভিনেত্রী।
অবশেষে মান-অভিমান ভুলে বলিউডে ফেরার জোরালো ইঙ্গিত দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আগামী বছর নতুন হিন্দি সিনেমায় অভিনয় করতে পারেন। এ বিষয়ে হিন্দুস্তান টাইমসকে সাক্ষাৎকার দিয়েছেন ‘বারফি’খ্যাত এই অভিনেত্রী।
এ বিষয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, “আমি মজা করছি না। আমি অনেক নির্মাতার সঙ্গে দেখা করি, চিত্রনাট্য পড়ি। আমি জোরোলোভাবে কিছু হিন্দি সিনেমায় কাজ করতে চাই। যার জন্য ভালো কিছু খুঁজছি। চলতি বছরে ভীষণ ব্যস্ত ছিলাম। কিন্তু আমার কাছে কিছু একটা আছে।”
তবে কি ‘জি লে জারা’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন? এ প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, “এ বিষয়ে আপনার এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে কথা বলা উচিত।” ‘জি লে জারা’ সিনেমা পরিচালনা করবেন ফারহান আখতার। এক্সেল এন্টারটেইনমেন্ট তারই প্রযোজনা প্রতিষ্ঠান।
২০০০ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতেন প্রিয়াঙ্কা চোপড়া। তার দুই বছর পর তামিল সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। ২০০৩ সালে বলিউডে অভিষেক ঘটে। অনেক সংগ্রামের পর বলিউডে শক্ত অবস্থান তৈরি করেন এই নায়িকা।
২০১৩ সালে ‘গার্ল রাইজিং’ শিরোনামে একটি হলিউডের ডকুমেন্টারিতে কাজ করেন তিনি। তারপরও বলিউডের বেশ কয়েকটি সিনেমায় কাজ করেন। ২০১৫ সালে আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’-তে অভিনয় করে তাক লাগিয়ে দেন প্রিয়াঙ্কা। এরপর মার্কিন টিভি সিরিজ ও টক শো নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ২০১৭ সালে ‘বেওয়াচ’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক ঘটে তার।
ঢাকা/শান্ত